15.2 C
New York

বৈচিত্র্যময় শিল্পের প্রদর্শনী | প্রথম আলো

Published:

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উৎসবের পরিচালক মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, ব্রিটিশ কাউন্সিলের কর্মসূচি পরিচালক ডেভিড নকস, গবেষণাপ্রতিষ্ঠান আইআইডির সিইও সাঈদ আহমেদ বক্তব্য দেন। উপস্থিত ছিলেন ব্রিটিশ প্রতিবন্ধী নাট্যনির্দেশক জেনি সেলি ও সংসদ সদস্য মাহজাবিন খালেদ।

অদম্য প্রদর্শনীতে রয়েছে শিল্পী নার্গিস পলির মিশ্রমাধ্যমে আঁকা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর চিত্রকর্ম। এই প্রথমবারের মতো এ চিত্রকর্মে ব্রেইল–পদ্ধতি ব্যবহার করা হয়েছে। ফলে দৃষ্টিপ্রতিবন্ধীরা এতে হাত বুলিয়ে বঙ্গবন্ধুর ভাষণ পড়তে ও শিল্পকর্মটি উপলব্ধি করতে পারবেন।

এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া শিল্পী কাবেরী সুলতানার পাঁচটি শিল্পকর্ম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে স্নাতক তাওহিদ আল আশিক, স্বশিক্ষিত শিল্পী মাধব বণিকের দুটি করে চিত্রকলা, পুরান ঢাকার শাঁখারী বাজারের ভাস্কর শংকর ধরের ধাতব, সিমেন্ট, কাঠ, পোড়ামাটিসহ বিভিন্ন মাধ্যমের বেশ কিছু ভাস্কর্যসহ প্রতিবন্ধী শিল্পীদের নানা মাধ্যমের বৈচিত্র্যময় শিল্পকর্ম রয়েছে প্রদর্শনীতে। উদ্বোধনী অনুষ্ঠানে বংশীবাদন করেন গাজীপুর মৌচাকের দৃষ্টিপ্রতিবন্ধী শিল্পী মোহন সরকার।

প্রদর্শনীর উদ্বোধনের পর নাট্যশালা ভবনের ষষ্ঠ তলায় অনুষ্ঠিত হয় প্রতিবন্ধীদের শিল্পচর্চা বিষয়ে সেমিনার।

Related articles

Recent articles

spot_img