Home Defence বিশ্ব অর্থনীতি ভালো হচ্ছে, দেশে কবে

বিশ্ব অর্থনীতি ভালো হচ্ছে, দেশে কবে

303
0
বিশ্ব অর্থনীতি ভালো হচ্ছে, দেশে কবে

‘আলো ক্রমে আসিতেছে’—কমলকুমার মজুমদার অন্তর্জলী যাত্রা উপন্যাসের শুরুই করেছিলেন এভাবে। ২০২৪ সালের অর্থনীতি নিয়ে এখন এমনটাই বলা যায়। অন্তত বিশ্ব অর্থনীতি নিয়ে এই পূর্বাভাসই দিচ্ছেন অর্থনীতিবিদসহ আইএমএফ, ওইসিডি, জেপি মরগ্যান, এসঅ্যান্ডপি বা গোল্ডম্যান স্যাকসের মতো প্রতিষ্ঠান।

২০২৪ সালে বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় সুখবর হচ্ছে মূল্যস্ফীতি কিছু কমবে। সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ২০২৩ সালে মন্দা এড়াতে পেরেছে, নতুন বছরেও পারবে। বড় পতন ঘটবে না। যাকে বলা হচ্ছে ‘সফট ল্যান্ডিং’। অর্থাৎ কর্মসংস্থানে বড় ধরনের বিরূপ প্রভাব ছাড়াই মূল্যস্ফীতি তারা আরও কমাতে পারবে। যদিও সরবরাহ সংকট দ্রুত কাটবে না, তবে আরও খারাপ হবে না। কিছু দুশ্চিন্তা আছে চীন নিয়ে, তাদের প্রবৃদ্ধির গতি শ্লথই থাকবে। তারপরও সব মিলিয়ে বিশ্ব অর্থনীতি ভালো করবে বলেই পূর্বাভাস দেওয়া হচ্ছে।

এমনিতেও ২০২৩ সালে যতটা ধারণা করা হয়েছিল, বিশ্ব অর্থনীতির অবস্থা ততটা খারাপ হয়নি। যুক্তরাষ্ট্রসহ বেশির ভাগ দেশ সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি কমিয়েছে। তাই ২০২৪ ঘিরে সবার মনেই আশাবাদ, সে তুলনায় বাংলাদেশ নিয়ে আশাবাদ কম। কমলকুমার মজুমদার লিখেছিলেন, ‘আর অল্পকাল গত হইলে রক্তিমতা প্রভাব বিস্তার করিবে, পুনর্ব্বার আমরা, প্রাকৃতজনেরা, পুষ্পের উষ্ণতা চিহ্নিত হইব। ক্রমে আলো আসিতেছে।’ বাংলাদেশের অর্থনীতি নিয়ে এখন প্রশ্ন হচ্ছে, আসলেই কি ‘ক্রমে আলো আসিতেছে’? আসলে অল্পকাল কবে শেষ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here