16 C
New York

বিয়ের প্রথম বছরটা সামলে নেবেন যেভাবে

Published:

শালিক চৌধুরী আর জীবন আহমেদ এখন কানাডাপ্রবাসী। বিয়েটা হয়েছিল ভালোবেসে, পদ্মায় ভেসে ভেসে। শালিক তাঁর মায়ের জামদানিতে সেজে কাজি আর কাছের কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে উঠে পড়েছিলেন নৌকায়। বিয়ের পর দেখা গেল, যে রকম ভেবেছিলেন, কিছুই সে রকম নয়। শালিকের ভাষায়, ‘জীবন আমার ক্যাম্পাসের বন্ধু, পাঁচ বছর ধরে আমরা দুজন দুজনকে চিনি। বিয়ের পর যেন একটা অচেনা মানুষের সঙ্গে সংসার শুরু করলাম। আমাদের খাওয়া, পরা, রুচি, পছন্দ-অপছন্দ, প্রত্যাশা—কোনো কিছুরই কোনো মিল নেই। নদীর বুকে বিয়ে করেছিলাম, বিয়ের পর মনে হলো অথই সাগরে পড়লাম।’

এ রকম দীর্ঘদিনের চেনাজানা দুজন মানুষও এক ঘরে বাস শুরু করলে বুঝতে পারেন, চেনাটা পুরোনো হলেও জানাটা নতুন। আর বিয়ের আগে চেনাজানা না থাকলে তো কথাই নেই। একটু একটু করে চিনতে–জানতেই চলে যায় অনেকটা সময়। এর মধ্যে কখনো সম্পর্ক টিকে যায়, কখনো আবার মাঝপথেই হয় ছন্দপতন। তবে নতুন জীবনে প্রবেশের শুরুতেই দুজন কিছু বিষয় আলোচনা করে ঠিক করে নিলে সমস্যা অনেকটাই এড়ানো যায়।

বিয়ে ও সম্পর্কবিষয়ক পরামর্শক হুরায়রা শিশির বলেন, বিয়ে নিয়ে অনেকেই ঘোরে থাকেন। আনুষ্ঠানিকতা শেষে বাস্তবতার মুখোমুখি হন। তখন হতাশা ভর করে। বেশির ভাগ ক্ষেত্রেই ব্যক্তি দিতে চান কম, পেতে চান বেশি। সঙ্গীকে দাঁড় করান ব্যক্তিগত কাঠগড়ায়। তখন হয়তো কেউ একজন জিতে যান। কিন্তু হেরে যায় সম্পর্ক।

নতুন দাম্পত্যে যে কটি চেনাজানা বিষয় পর্বত হয়ে সামনে দাঁড়ায়, সেগুলো জয় করা অনেক ক্ষেত্রেই কঠিন কিছু নয়। তবে দক্ষ পর্বতারোহী হতে প্রশিক্ষণটা শুরুতেই নিতে হবে।

Related articles

Recent articles

spot_img