14.6 C
New York

বিপুল ব্যয়ে নতুন রাজধানী গড়ছে মিসর, যা থাকবে এই শহরে

Published:

অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল ফর আরবান ডেভেলপমেন্ট রাজধানী শহরের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায় গড়ে তুলতে একটি মহাপরিকল্পনা তৈরি করবে এবং এ কাজের জন্য পরামর্শক নিয়োগ করা হবে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে শহরটিতে ১৫ লাখ করে বাসিন্দা যোগ হবে। প্রতিটি পর্যায়ের নির্মাণের জন্য ১৬৮ বর্গকিলোমিটার করে জমি ব্যবহার করা হচ্ছে।

দ্বিতীয় পর্যায়ের নির্মাণকাজ এই বছরের আরও পরের দিকে শুরু হয়ে ২০২৭ সাল পর্যন্ত চলার কথা রয়েছে।

অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল ফর আরবান ডেভেলপমেন্টের খালেদ আব্বাস বলেন, ‘প্রচুর চাহিদা আসছে আমাদের কাছে। সে কারণে দ্বিতীয় পর্যায়ের কাজ আমাদের দ্রুত শুরু করতে হবে। যদি চাহিদা আরও বাড়ে, তাহলে এক বছর কিংবা তার কিছু সময় পরে আমরা তৃতীয় পর্যায়ের কাজ শুরু করব।’

এই শহরে ১০ কিলোমিটার লম্বা একটি পার্ক বা উদ্যান থাকবে, যেখানে সবুজ গাছপালার জন্য সেচের মাধ্যমে নিয়মিতভাবে পানি দেওয়া হবে। এই পার্কের ল্যান্ডস্কেপিং এরই মধ্যে শুরু করা হয়েছে। পার্কটির নাম দেওয়া হয়েছে ‘গ্রিন রিভার’ বা সবুজ নদী।

কায়রো শহরতলির মাদি থেকে প্রতিদিন আট লাখ বর্গমিটার পানি আনা হবে। এই পানি নীল নদ থেকে পাওয়া যাবে। পানি সরবরাহের এই প্রকল্প শুরু হচ্ছে আগামী দুই বছরের মধ্যে। আরেকটি প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে, যেখান থেকে সাত লাখ বর্গমিটার পানি পাওয়া যাবে। এই দুই প্রকল্পের জন্য নীল নদ থেকে মিসরের প্রাপ্য পানির ১ শতাংশ ব্যয় করা হবে।

মিসরের নতুন রাজধানী শহরে থাকবে খেলাধুলার জন্য একটি বিশাল এলাকা। অলিম্পিক সিটি নামে পরিচিত এই এলাকায় থাকবে ৯৩ হাজার আসনবিশিষ্ট একটি স্টেডিয়াম। খালেদ আব্বাস বলছেন, এই স্পোর্টস সিটি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে উদ্বোধন করা যাবে।

Related articles

Recent articles

spot_img