12.9 C
New York

বিএনপির বহিষ্কৃত নেতারা ভোটেও হারলেন

Published:

মানিকগঞ্জের হরিরামপুরে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে হেরেছেন উপজেলা যুবদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান। এ ছাড়া জেলার সিঙ্গাইর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থী তোফাজ্জল হোসেন ও আফরোজা রহমানও পরাজিত হয়েছেন। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় চেয়ারম্যান পদে হেরেছেন সারোয়ার হোসেন। তিনি উপজেলা বিএনপির সহসভাপতি ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরেও পরাজিত হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ওমরাহ খান। কুমিল্লার মেঘনায় আলোচিত প্রার্থী উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে হেরে গেছেন। ফরিদপুর সদরে বিএনপির বহিষ্কৃত দুই নেতা রউফ উন নবী ও এ কে এম নাজমুল ইসলাম চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন। ছয়জন প্রার্থীর মধ্যে রউফ চতুর্থ ও নাজমুল ষষ্ঠ হয়েছেন।

উপজেলা নির্বাচনের প্রথম ধাপে গতকাল বুধবার ১৩৯টি উপজেলায় ভোট হয়। এ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির ৭৫ জন নেতা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে অংশ নেন। ভোটের আগেই তাঁদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়। বিএনপি দলের নেতাদের বহিষ্কার করেই ক্ষান্ত হয়নি, দলটি জনগণকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে প্রচারপত্র বিতরণ করেছে।

গতকাল দুপুরেই সংবাদ সম্মেলন করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, আওয়ামী লীগের প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটাররা উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছেন।

Related articles

Recent articles

spot_img