13.8 C
New York

বিএনপির নেতারা ভারতীয় শাড়ি তেমন কেনেন না: রিজভীর দাবি

Published:

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরও বলেন, ‘এ দেশের স্বাধীনতাযুদ্ধের প্রথম তূর্যবাদক মাওলানা ভাসানী ১৯৭২ সালেই ভারতকে উদ্দেশ্য করে বলেছেন, বাংলাদেশ থেকে তোমাদের সেনাবাহিনী কবে নিয়ে যাবা। কেন আমরা অনেক বিষয়ে সমালোচনা করি। ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তিতে কথা ছিল, আমাদের তিনবিঘা করিডর দেওয়া হবে আঙ্গরপোতা-দহগ্রামে যাওয়ার জন্য। সেটা এখনো দেওয়া হয়নি আইনগতভাবে। প্রতিদিন সীমান্তে বাংলাদেশের মানুষ হত্যা হচ্ছে, পরশু দিন দুজন—এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারব না?’

নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর নাম উল্লেখ করে রিজভী বলেন, ‘আজকে ইলিয়াস আলী গুম হয়েছে কেন, এটা কি মানুষ জানে না? মানুষ তো বলে, টিপাই মুখে ভারত যে বাঁধ করছিল, তার প্রতিবাদে তাঁর যে শক্ত অবস্থান, তার প্রতিবাদে সে যে লং মার্চ করেছিল, তারপর সে নাই…। আজকে বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সে এমপি ছিল কয়েকবার, মন্ত্রী ছিল, হঠাৎ করে সে নাই হয়ে গেল, গুম হয়ে গেল, চলে গেল আরেকটি দেশে। এসব কি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যায় না?’

রিজভী আরও বলেন, ‘এত ঘটনা, এত কিছু, হঠাৎ করে পেঁয়াজ বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন? এতই যদি সম্পর্ক, স্বামী-স্ত্রীর সম্পর্ক—তাহলে এটা হয় কেন?’ তিনি বলেন, ‘কয়েক দিন আগেই শুনলাম, বাংলাদেশের একজন ব্যক্তির হার্ট অ্যাটাক করেছেন বাংলাদেশ বিমানে। বোম্বের কাছাকাছি নামবেন। তাঁকে নামতে দেওয়া হয়নি। পরে পাকিস্তানে তিনি বিমান নেমেছেন। এগুলো কিসের আলামত?’

Related articles

Recent articles

spot_img