16.6 C
New York

বাংলাদেশ ক্রিকেটের সম্পদ | প্রথম আলো

Published:

আমরা তাকে একটু বেশি খেলিয়ে ফেলেছি। ওরা ছোটবেলা থেকে এতটা শক্তিশালী হয়ে গড়ে ওঠেনি। তবু মারুফা যেহেতু আমাদের সেরা বোলারদের একজন, তাকে দিয়েই সবচেয়ে বেশি বোলিং করানো হয়। এ জন্যই অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের সর্বশেষ সিরিজে মারুফাকে ক্লান্ত মনে হয়েছে। সে আমাদের ক্রিকেটের সম্পদ। তাকে ঠিকভাবে গড়ে তোলাটা আমাদের দায়িত্ব।

বাংলাদেশ ক্রিকেটের সাফল্যের জন্য মারুফা খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আমার বিশ্বাস সে অনেক দূর যাবে। আমার এই ভবিষ্যদ্বাণীর পেছনে একটা যুক্তি আছে। ছেলেদের ক্রিকেটে অনেক দেখেছি, যখন খেলোয়াড়েরা সংগ্রাম করে শীর্ষ পর্যায়ে উঠে আসে, তখন কিছুটা হলেও কঠোর পরিশ্রম করা ছেড়ে দেয় তারা। এই মেয়েটা ব্যতিক্রম। সে সাফল্যের জন্য খুবই ক্ষুধার্ত। নিজের অতীতটা সে ভুলে যায়নি। নিজেকে বিশ্বমানের বোলারের কাতারে নিয়ে যেতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে নিয়মিত। আর খেলাটা খুব উপভোগ করে।

একটা ম্যাচ শেষে তাকে দেখে খুব হতাশ মনে হয়েছে। পরে বুঝলাম সে ম্যাচে কন্ডিশনের কারণে স্পিনারদের বেশি ব্যবহার করা হয়েছে, পেসারদের বোলিং করার তেমন সুযোগই হয়নি। সেদিন দলের জন্য অবদান রাখার সুযোগ না পেয়ে মারুফাকে খুব হতাশ মনে হলো। এই মানসিকতাটা খুব জরুরি। বোঝা যায় যে সে খেলতে চায়, ভালো করতে চায়, উপভোগ করতে চায়। যেকোনো খেলোয়াড়ের জন্য এটা খুব জরুরি। খেলাটার প্রতি ভালোবাসা থাকতে হবে। যেকোনো খেলোয়াড়ের স্বপ্নটা হতে হয় বড়। একটা সময় পর সেটা হারিয়ে ফেলায় অনেক খেলোয়াড়কে দেখেছি একটা পর্যায়ের পর আর বেশি দূর যেতে পারেনি। মারুফার মধ্যে তা আছে। সে ভালো করতে চায় এবং সেটা প্রতি ম্যাচেই।

Related articles

Recent articles

spot_img