9.9 C
New York

বাংলাদেশ ও বিশ্বপরিচয় – দশম শ্রেণি

Published:

৬৬. বাংলাদেশে কীভাবে গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু হয়?

ক. ১৯৭১ সালের নির্বাচনের মাধ্যমে

খ. ১৯৯০ সালের গণ–অভ্যুত্থানের পর সামরিক শাসনের অবসানে

গ. রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা চালু করে

ঘ. সংসদে নারী আসন বৃদ্ধি করে

৬৭. মুজিবনগর সরকার গঠনের প্রধান উদ্দেশ্য ছিল—

i. বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত সৃষ্টি করা

ii. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বিভিন্ন বাহিনী গঠন

iii. রাজনৈতিক নেতৃত্ব ও দল গঠন করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৮. মুক্তিযুদ্ধে আমাদের নারীরা—

i. পাকিস্তানিদের দ্বারা নির্যাতিত হয়েছিল

ii. প্রতিটি অঞ্চলে সংগ্রাম পরিষদ গঠন করেছিল

iii. স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারেনি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৬৯ ও ৭০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মুক্তিযুদ্ধবিষয়ক আন্তর্জাতিক এক সেমিনারে একজন বক্তা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেক দেশ সহযোগিতা করেছিল। একটি দেশ শরণার্থীদের আশ্রয় ও যোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছিল।

৬৯. উদ্দীপকে কোন দেশটির কথা বলা হয়েছে?

ক. ভারত খ. চীন

গ. রাশিয়া ঘ. যুক্তরাষ্ট্র

৭০. দেশটির সহযোগিতার ফল হলো—

i. স্বাধীনতা অর্জন

ii. নিজেদের স্বার্থ লাভ

iii. পাকিস্তানি বাহিনীর উচ্ছেদ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ৬১.গ ৬২.ঘ ৬৩.খ ৬৪.গ ৬৫.ক ৬৬.খ ৬৭.ক ৬৮.ক ৬৯.ক ৭০.খ

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা

Related articles

Recent articles

spot_img