14.2 C
New York

বগুড়ায় বিএনপির সাবেক চার নেতা ধরাশায়ী, জামানত হারাচ্ছেন দুজন

Published:

বগুড়া-৭ আসনে (গাবতলী ও শাজাহানপুর) স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারিয়েছেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরকার বাদল। এখানে আওয়ামী লীগের প্রার্থী মোস্তফা আলম নৌকা প্রতীকে ৯১ হাজার ২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির এ টি এম আমিনুল ইসলাম ৬ হাজার ৮০১ ভোট পেয়েছেন। এ আসনে ঈগল প্রতীকে প্রার্থী সরকার বাদল পেয়েছেন ২ হাজার ৫৯৩ ভোট। বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলু ট্রাক প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭ ভোট। সেই হিসাবে নৌকার প্রার্থী ছাড়া বাকি ১২ প্রার্থী জামানত হারিয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, সরকার বাদল ২০১৪ সালে বিএনপির সমর্থনে শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালে বগুড়া-৭ আসনে বিএনপির মনোনয়ন চেয়ে পাননি তিনি। সর্বশেষ ২০২২ সালে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তিনি স্বতন্ত্র নির্বাচন করেন।
সরকার বাদল প্রথম আলোকে বলেন, ‘নজিরবিহীন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, কেন্দ্র দখল করে ব্যালট কেটে বাক্সে ভরে নৌকার প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।’

এ বিষয়ে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম প্রথম আলোকে বলেন, বর্তমান সরকারের অধীন প্রহসনের পাতানো নির্বাচনের ফাঁদে পা দিয়ে বিএনপির বহিষ্কৃত ওই নেতারা জাতির সঙ্গে বেঈমানি ও বিশ্বাসঘাতকতা করেছেন। তাদের শুধু বিএনপি প্রত্যাখ্যান করেনি, জনগণও ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন।

Related articles

Recent articles

spot_img