বিএসইসির কমিশনারের এমন বক্তব্যের পর সভায় উপস্থিত ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহীরা সমবেতভাবে হাততালি দিয়ে ওঠেন। ফ্লোর প্রাইস প্রত্যাহারের প্রয়োজনীয়তার বিষয়ে সবাই একমত হলেও কখন থেকে তা তুলে নেওয়া হবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পর বাজারে যাতে বড় ধরনের কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সে জন্য ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহীদের সহায়তা চান নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কর্মকর্তারা।
একাধিক ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, নতুন বছরে অনুষ্ঠিত বৈঠকটি ছিল অনেকটা সৌজন্যমূলক। তবে সেখানে সবাই বাজারের বর্তমান পরিস্থিতি তুলে ধরে ফ্লোর প্রাইস প্রত্যাহারের তাগিদ দেন। পাশাপাশি বাজারে ভালো মানের কোম্পানি বা আইপিও আনার পরামর্শও দেন কেউ কেউ। কারণ, ভালো আইপিও এলে তার সঙ্গে নতুন কিছু বিনিয়োগকারীও বাজারে আসেন।
বৈঠক সম্পর্কে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম প্রথম আলোকে বলেন, নির্বাচনের পর বাজারে গতি ফিরবে এমন একটা ধারণা রয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। সেই ধারণাকে কাজে লাগিয়ে বাজারকে গতিশীল করতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে উপস্থিত সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহীরা ফ্লোর প্রাইস প্রত্যাহারের কথা বললেও নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।