15.8 C
New York

ফেসবুক লাইভে এসে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন দুই চেয়ারম্যান প্রার্থী

Published:

ফেসবুক লাইভে এসে নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে গতকাল রোববার ফেসবুক লাইভে তাঁরা এ ঘোষণা দেন।

ওই দুই প্রার্থী হলেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ (কাপ পিরিচ প্রতীক) ও সহসভাপতি ঈশ্বর চন্দ্র বর্মণ (ঘোড়া প্রতীক)।

গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফেসবুক লাইভে এসে আবুল কালাম আজাদ বলেন, ‘নিয়ামতপুর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতামূলক করতে আমি অংশ নিই। কিন্তু একজন প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকেরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করে খাদ্যমন্ত্রী ও তাঁর পরিবারের নাম ব্যবহার করে ভোটের প্রচার চালিয়ে যাচ্ছে। আমার নেতা-কর্মীদের আমার পক্ষে প্রচার না চালানোর জন্য বিভিন্নভাবে ভয় দেখাচ্ছেন। উপজেলার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বহু নেতা-কর্মীকে তাঁদের ইচ্ছার বিরুদ্ধে ওই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে কাজ করতে বাধ্য করা হচ্ছে। এমনকি ইউপি চেয়ারম্যানদের বাধ্য করা হচ্ছে ওই প্রার্থীর পক্ষে কাজ করতে। ইউপি চেয়ারম্যানরা ওই প্রার্থীকে ভোট না দিলে উপকারভোগী ব্যক্তিদের টিসিবি, ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ও বিধবা ভাতা থেকে বঞ্চিত করা হবে বলে হুমকি দিচ্ছেন। এ অবস্থায় ভোটের সুষ্ঠু পরিবেশ না থাকায় এবং দলের নেতা-কর্মীদের মধ্যে হানাহানি ও দ্বন্দ্ব নিরসনে আমি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।’

Related articles

Recent articles

spot_img