16.3 C
New York

ফেনসিডিল পাচারের দায়ে যুবকের যাবজ্জীবন

Published:

চট্টগ্রামে ফেনসিডিল পাচারের দায়ে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন।

দণ্ডিত আলী আকবর বাবুল (৩৮) একযুগ আগে ৯৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার হন পুলিশের হাতে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (২ মে) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ রায় দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারি ওমর ফুয়াদ জানান, ২০১২ সালের ২৬ আগস্ট কর্ণফুলী উপজেলা থেকে ৯৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয় আসামি আলী আকবর বাবুলকে। ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়ের করে।

মামলায় অভিযোগ করা হয়, সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলগুলো সংগ্রহ করে চট্টগ্রাম শহরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন আলী আকবর বাবুল।

রাষ্ট্রপক্ষে ছয়জনের সাক্ষ্য নিয়ে আদালত এ দিন আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই রায়ে আদালত তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন।

রায় ঘোষণার সময় আসামি আলী আকবর বাবুল জামিনে গিয়ে পলাতক আছেন। তারা বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত।

দণ্ডিত আলী আকবর বাবুল চট্টগ্রামের পটিয়া উপজেলার মধ্যম হুলাইন গ্রামের বাসিন্দা।

এএজেড/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img