14.6 C
New York

ফল প্রকাশের সময় বিজয়ী প্রার্থীর গাড়ি ভাঙচুর

Published:

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরের প্রধান ফটকের সামনে বিজয়ী উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক এনামের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

বুধবার (৮ মে) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো আহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে পরিষদের গেটের কাছে এসে পৌঁছালে সেখানে থাকা কিছু মানুষ বিজয়ী প্রার্থী এনামুল হক এনামের গাড়িতে হামলা করে ভাঙচুর করে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। এমন সময় পুলিশ উপস্থিত হয়ে হামলাকারীদের ওপর লাঠিচার্জ করে।

ফল প্রকাশের সময় বিজয়ী প্রার্থীর গাড়ি ভাঙচুর

এনামুল হক এনামের স্বজন বাপ্পি বলেন, রাতে ভোটের ফলাফল প্রকাশের সময় আমাদের উপজেলা পরিষদে আসার জন্য ফোন দেওয়া হয়। এরপর এনাম ভাইয়ের সঙ্গে আমরা গাড়িতে করে উপজেলা পরিষদে প্রবেশের প্রধান গেটের কাছে এলে ওখানে থাকা কিছু মানুষ দেখে গাড়ির মধ্যে এনাম ভাই বসে আছেন। এমন অবস্থায় তারা গাড়ির উপরে উঠে লাফালাফি করে ও ইট দিয় গাড়ির চারপাশের সম্পূর্ণ গ্লাস ভেঙে দেয়। গাড়ি পিছিয়ে নিয়ে যেতে চাইলেও যেতে দেয় না। এনাম ভাই গাড়ির দরজা খুলে বলেন তোমরা এগুলো করো না, কী হয়েছে আমাকে বলো। এমন সময় পুলিশ ওখানে উপস্থিত হয়ে এনাম ভাইকে বের করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

তিনি দাবি করেন হামলাকারীরা অপর ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ ইবনে আব্বাসের সমর্থক।

ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশন) সুজন কুন্ডু বলেন, ঘটনার সঙ্গে সঙ্গেই পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img