16.4 C
New York

প্রাইজমানিতে চ্যাম্পিয়ন আইপিএল, রানারআপ এসএ টোয়েন্টি, বিপিএল কোথায়

Published:

তালিকায় আইপিএল, এসএ টোয়েন্টি, বিগ ব্যাশের পরেই আছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গত আসরে ৩৮ কোটি টাকা অর্থ পুরস্কার দিয়েছে।

এর পরের অবস্থানে থাকা লিগকে চমকই বলতে হবে। ১৪ কোটি টাকা ২০ লাখ টাকা (১৩ লাখ মার্কিন ডলার) অর্থ পুরস্কারে পাঁচে আছে সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টি বা আইএল টি–টোয়েন্টি। গত বছর থেকে যাত্রা শুরু করা আইএল টি–টোয়েন্টি এরই মধ্যে বিপিএল কর্তৃপক্ষের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই লিগের সূচি বিপিএলের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এবং বিপিএলের চেয়ে অর্থ পুরস্কার বেশি হওয়ায় বেশির ভাগ বিদেশি ক্রিকেটার বাংলাদেশে আসতে অনীহা প্রকাশ করে আরব আমিরাতে খেলতে যাচ্ছেন। ফলে শীর্ষ সারির বা তারকা ক্রিকেটারের সংকটে ভুগছে বিপিএল।

আইএল টি–টোয়েন্টির পর যথাক্রমে ছয়ে ও সাতে আছে ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (২৩ কোটি টাকা) ও ইংল্যান্ডের টি–টোয়েন্টি ব্লাস্ট (১৩ কোটি ৯০ লাখ টাকা বা ১০ লাখ ব্রিটিশ পাউন্ড)। প্রশ্ন উঠতে পারে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বিশ্বের শীর্ষ ধনী তিন বোর্ডের একটি হয়েও টি-টোয়েন্টি ব্লাস্টে এত কম অর্থ পুরস্কার দেয় কেন? এর কারণ হলো ইংল্যান্ডের শীর্ষ ঘরোয়া টি–টোয়েন্টি প্রতিযোগিতা টি-টোয়েন্টি ব্লাস্ট আদতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ নয়, দেশটির ১৮টি কাউন্টি ক্লাব এই প্রতিযোগিতায় অংশ নেয়।

ইংল্যান্ড ফ্যাঞ্চাইজি লিগ আকারে যে টুর্নামেন্ট আয়োজন করে, সেটা দ্য হানড্রেড। এই প্রতিযোগিতার প্রাইজমানিও বিপিএলের চেয়ে বেশি—৪ কোটি ১৭ লাখ টাকা (৩ লাখ ব্রিটিশ পাউন্ড)। তবে এটি ১০০ বলের টুর্নামেন্ট হওয়ায় এ তালিকায় রাখা হয়নি।

Related articles

Recent articles

spot_img