11.7 C
New York

প্রধানমন্ত্রী জাতীয় সংসদের সব উন্নয়নের পৃষ্ঠপোষক: স্পিকার

Published:

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের সব উদ্যোগের সঙ্গে যুক্ত আছেন। প্রধানমন্ত্রী জাতীয় সংসদের সব উন্নয়নের পৃষ্ঠপোষক।

মঙ্গলবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদ ভবনস্থ পার্লামেন্ট এলডি হলে বাংলাদেশ পার্লামেন্ট অফিসার্স ক্লাবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। এসময় তিনি পার্লামেন্ট অফিসার্স ক্লাবের উদ্বোধন করেন।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব এবং ক্লাব পরিচালনা কমিটির আহ্বায়ক কে এম আব্দুস সালামের সভাপতিত্বে এবং জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্মসচিব তারিক মাহমুদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পার্লামেন্ট অফিসার্স ক্লাবের সদস্য সচিব ও যুগ্মসচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বক্তব্য দেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সংসদ উপনেতা বেগম মতিয়া চোধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ নজরুল ইসলাম বাবু, পার্লামেন্ট মেম্বার ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম, অপরাজিতা হক এবং স্পিকারের স্পাউজ বিশিষ্ট ফার্মাসিউটিক্যাল বিশেষজ্ঞ সৈয়দ ইশতিয়াক হোসাইন উপস্থিত ছিলেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী উপস্থিত সবাইকে ঈদ ও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, জাতীয় সংসদ সচিবালয়ের কর্মঘণ্টা অন্যান্য অফিস থেকে ভিন্ন। তাই সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের জন্য একটি ক্লাবের প্রয়োজনীয়তা রয়েছে। তিনি বলেন, পার্লামেন্ট অফিসার্স ক্লাব গঠনের জন্য পর্বে পর্বে অনেক সভা হয়েছে।

স্পিকার বলেন, পার্লামেন্ট অফিসার্স ক্লাব সবার জন্য উন্মুক্ত। এ ক্লাবের সদস্যরা পরিবার পরিজন নিয়ে বিশেষ দিবস ভিত্তিক অনুষ্ঠান, পিঠা-পার্বন, মেলা, বৃক্ষরোপণের মত পরিবেশ সহায়ক কাজ, আনন্দ ও বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করতে পারে।

স্পিকার বলেন, জাতীয় সংসদ থেকে পার্লামেন্ট অফিসার্স ক্লাবকে পূর্ণ সহযোগিতা প্রদান করা হবে। তিনি বলেন, সবাইকে সম্পৃক্ত করেই পার্লামেন্ট অফিসার্স ক্লাবের কার্যক্রম সামনে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে বাংলাদেশ পার্লামেন্ট অফিসার্স সদস্যবৃন্দ, জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আইএইচআর/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img