15.9 C
New York

প্রতিষ্ঠানগুলোকে এতটা অকার্যকর করা হয়েছে, যা ৫৩ বছরেও ঠিক করা যাবে না: সেমিনারে বক্তারা

Published:

ব্যাখ্যা করে হোসেন জিল্লুর রহমান আরও বলেন, ‘ব্যাংক খাতে নীতি পদক্ষেপ নেওয়াই হচ্ছে দুর্নীতির প্রয়োজনে। আবার যশোরে হাইটেক পার্ক করা হয়েছে, কিন্তু তা এখন ব্যবহৃত হচ্ছে কমিউনিটি সেন্টার হিসেবে। অদক্ষ অর্থনৈতিক শাসনের পরিণতির জায়গাটি নিয়ে কথা বলা দরকার। আমার মতে, বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে একটি অগ্রহণযোগ্য, অনৈতিক ও মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার পরিপন্থী ভবিষ্যতের দিকে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল শুরুতেই বিরোধী দলের নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে দেবপ্রিয় ভট্টাচার্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন। নাগরিক সমাজের পক্ষ থেকে নির্বাচন বর্জনের যে পরামর্শ দেওয়া হয়েছিল, তার মধ্যে সিপিডিও ছিল। দেবপ্রিয় ভট্টাচার্যের এ ধরনের বক্তব্য ‘অত্যাচারীকে আরও অত্যাচারী হতে এবং আরও একতরফা হতে সাহায্য করবে’ বলে মনে করেন আসিফ নজরুল। তবে তাৎক্ষণিকভাবেই সংশোধন করে দিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নির্বাচন বর্জন নয়, বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করতে তখন নির্বাচন পিছিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

আসিফ নজরুল দেবপ্রিয় ভট্টাচার্যের উদ্দেশে প্রশ্ন রাখেন, ‘গুম, বিচারহীনতা, কথা বলার স্বাধীনতা না থাকা—এসব অত্যাচারকে আগে সমালোচনা করব নাকি একটা দল পরে ক্ষমতায় এসে কী করতে পারে, তার সমালোচনা করব? আর মানুষ রাস্তায় নেমে আসে না, তা কী করে বুঝলেন?’ তিনি নিজেই এর জবাব দিয়ে বলেন, ২০১৪ থেকে এ পর্যন্ত তিনটি গণ-আন্দোলন করেছে বিএনপি এবং সুষ্ঠু নির্বাচন হলে ৯০ শতাংশ আসনে বিরোধী দল জিতত বলে তাঁর ধারণা। মিয়ানমার, উত্তর কোরিয়া, সিরিয়া—এসব দেশের জনগণও তাদের সরকারকে পছন্দ করে না। তারপরও তারা ক্ষমতায় আছে। তাঁর আরও প্রশ্ন, ভুয়া নির্বাচন, অর্থ পাচার, গায়েবি মামলা দেওয়া—এগুলো কি রূপকল্পে ছিল?

Related articles

Recent articles

spot_img