15.6 C
New York

প্রতিযোগিতার সক্ষমতা নিয়ে তদন্তে ঢাকায় মার্কিন প্রতিনিধিদল

Published:

জানা গেছে, ইউএসআইটিসির অর্থনীতিবিদ এরিকা ব্যাথম্যান ও সংস্থার আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষক ম্যারি রুপ গত রোববার ও গতকাল বাণিজ্য, শ্রম, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা। এ ছাড়া এই দিন তাদের একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শনে যাওয়ার কথা।

জানতে চাইলে ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে মুঠোফোনে বলেন, নিয়মিত তথ্যানুসন্ধানের অংশ হিসেবে ইউএসআইটিসির প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে। বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়ায় প্রতিনিধিদলটি যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতার সামর্থ্যের বিষয়ে তদন্তের লক্ষ্যে প্রয়োজনীয় পরিসংখ্যান ও গুণগত তথ্য সংগ্রহ করবে প্রতিনিধিদল।
তদন্তে মার্কিন দল কী খুঁজছে জানতে চাইলে একজন সরকারি কর্মকর্তা জানান, শ্রমিকদের মজুরিসহ অন্যান্য বিষয় প্রতিযোগিতার ক্ষেত্র সৃষ্টি করে। যদি শ্রমিককে কম মজুরি দেওয়া হয়, তাহলে এটাতে বলার সুযোগ রয়েছে যে, এটি প্রতিযোগিতাবিরোধী কার্যক্রম। এক্ষেত্রে বাংলাদেশ জানিয়েছে, দেশের বাস্তবতা ও আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে শ্রমিকদের ন্যূনতম মজুরি ঠিক করা হয়। তদন্তের আওতায় মজুরি, ট্রেড ইউনিয়ন, শ্রমিকদের কল্যাণ, নিরাপত্তাসহ অনেক ইস্যু রয়েছে। এগুলোর প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশের অগ্রগতি রয়েছে। বিষয়গুলো এরই মধ্যে তাদের কাছে তুলে ধরা হয়েছে।

ওই কর্মকর্তা আরও জানান, আর বাকি যে বিষয়গুলো রয়েছে, তা জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যে পথনকশা রয়েছে, সেই অনুযায়ী বাস্তবায়নে ঢাকা অঙ্গীকারবদ্ধ।

Related articles

Recent articles

spot_img