15.8 C
New York

প্রকল্পের শিক্ষকদের যোগদানের দিন থেকে জ্যেষ্ঠতা গণনার নির্দেশ

Published:

প্রকল্পে প্রথম যোগদানের তারিখ থেকে রাজস্বখাতে স্থানান্তরিত শিক্ষকদের জ্যেষ্ঠতা গণনা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত শিক্ষকদের জ্যেষ্ঠতা গণনা করার নির্দেশনা চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে সোমবার (৬ মে) হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটকারী শিক্ষকদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। রিটকারী আইনজীবী জানান, এ বিষয়ে জারী করা রুল যথাযথ ঘোষণা করে শিক্ষকদের জ্যেষ্ঠতা চাকরি নিয়মিতকরণের (প্রকল্পে ১ম যোগদানের দিন) থেকেই গণনা করার নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, এই রায়ের ফলে রিটকারী শিক্ষকরা ন্যায় বিচার পেয়েছেন এবং আশা করছি কর্তৃপক্ষ অযথা হয়রানি বন্ধ করে বিধি মোতাবেক রিটকারী শিক্ষকদের জ্যৈষ্ঠতা চাকরি নিয়মিতকরণের (প্রকল্পে ১ম যোগদানের তারিখ) তারিখ থেকে গণনা করে জ্যেষ্ঠতা তালিকা তৈরি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন।

আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত শিক্ষকদের জ্যেষ্ঠতা রাজস্ব খাতে যোগদানের তারিখ থেকে গণনা করার জন্য গত বছরের ৩০ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারি করা অফিস আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। রিটে প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত শিক্ষকদের জ্যেষ্ঠতা চাকরি নিয়মিতকরণের (প্রকল্পে প্রথম যোগদানের তারিখ) তারিখ থেকে গণনা করার নির্দেশনা চাওয়া হয়। দেশের বিভিন্ন জেলার শিক্ষকরা এ রিট দায়ের করেন।

রিটকারীরা হলেন, মো. শাহিদার রহমান, আবু সৈয়দ মোস্তফা কামাল, মো. আব্দুল আউয়াল, মোছা. মমতাজ বেগম, মো. রোকনুজ্জামান খান (টেক্কা), মোছা. নাজনীন আক্তার বিপ্লবী, স্মৃতি কনা বর্মণ, মোছা. সোহাগী বেগম, মোছা. মাহফুজা বুলবুল, মোছা. রেজিনা বেগমসহ বিভিন্ন জেলার মোট ৫৯৩ জন শিক্ষক।

রিটকারী শিক্ষকদের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া আরও বলেন, রিটকারীরা দেশের বিভিন্ন জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক। তারা প্রথমে শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত দুইটি প্রকল্পের অধিতে যথাক্রমে ২০০১ এবং ২০০৩ সালের বিভিন্ন দিনে যথাযথ পক্রিয়ায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পান। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলে ২০০৩ সালে সরকার প্রকল্পের অধীনে কর্মরত শিক্ষকদের রাজস্বখাতে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেন। সিদ্ধান্ত মোতাবেক ২০০৫ সালে রিটকারী শিক্ষকদের রাজস্বখাতে স্থানান্তর করা হয় এবং পরবর্তীতে প্রকল্পে ১ম যোগদানের তারিখ থেকে তাদের চাকরি নিয়মিতকরণ করে অফিস আদেশ জারি করা হয়।

তিনি বলেন, সেই অনুযায়ী প্রকল্পে ১ম যোগদানের তারিখ থেকে চাকরিকাল গণনা করে রিটকারী শিক্ষকদেরকে টাইমস্কেলসহ অন্যান্য সুবিধা প্রদান করা হয়েছে। এমনকি ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের রাজস্ব বাজেটের পদে নিয়মিতকরণ ও জ্যেষ্ঠতা নির্ধারণ বিধিমালা, ২০০৫’ এর বিধি ৬-এ স্পষ্টভাবে উল্লেখ আছে যে, ‘এই বিধিমালার অধীন নিয়মিতকৃত কোনো কর্মকর্তা বা কর্মচারীর জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে তাহার চাকরি নিয়মিতকরণের তারিখ হইতে গণনা করা হইবে’।

এফএইচ/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img