15.3 C
New York

পেকুয়ায় পথে পথে ব্যারিকেড, ভোটার উপস্থিতি কম

Published:

পেকুয়া সদর ইউনিয়নের মিয়াপাড়া এলাকার ভোটার নুরুল আবছার (৪২) বলেন, ‘আমি ভোট দিতে বের হয়েছি। তবে সড়কে যে অরাজকতা চলছে, এ কারণে মা ও স্ত্রীকে কেন্দ্রে যেতে নিষেধ করেছি। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের বিভিন্ন দল টহলে থাকলেও হরতাল–সমর্থকদের নিবৃত্ত করতে পারছে না।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় ভূমিকা পালন করছে। কাউকে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না। ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে যেতে অনুরোধ করেন তিনি।

কক্সবাজার-১ আমনটি চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত। এই আসনের মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ২৫২ জন। তার মধ্যে পেকুয়া উপজেলায় ১ লাখ ৩৩ হাজার ও চকরিয়া উপজেলায় ৩ লাখ ৫৩ হাজার ২৫২ জন ভোটার রয়েছেন। এ আসনে সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন প্রার্থী।

তাঁরা হলেন বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী জাফর আলম, বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় পার্টির প্রার্থী হোসনে আরা, ওয়ার্কার্স পার্টির প্রার্থী আবু মোহাম্মদ বশিরুল আলম, ইসলামী ফ্রন্টের প্রার্থী মুহাম্মদ বেলাল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী কমরউদ্দিন আরমান ও তানভীর আহমদ সিদ্দিকী। তবে মূল লড়াই হবে জাফর আলম ও সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের মধ্যে, এমনটিই ধারণা ভোটারদের।

Related articles

Recent articles

spot_img