16 C
New York

নির্বাচনে ২৪১ আসনে প্রতিদ্বন্দ্বিতাই হয়নি

Published:

ঢাকা জেলা ও মহানগরের ২০টি আসনের মধ্যে ১৩টিতেই আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জামানত হারিয়েছেন। এর মধ্যে ৫ হাজারের কম ভোট পেয়েছেন ১০ জন। মাত্র ৩টিতে বিজয়ী প্রার্থীর সঙ্গে মোটামুটি প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছেন দ্বিতীয় হওয়া প্রার্থীরা।

ঢাকা-৮ আসনে নৌকার প্রার্থী ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি পেয়েছেন ৪৬ হাজার ৬১০ ভোট। এই আসনে মোট প্রার্থী ছিলেন ১১ জন। এর মধ্যে বাহাউদ্দিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির জোবের আলম খান পান ৮৮০ ভোট।

ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত পেয়েছেন ৪৮ হাজার ৫৯ ভোট। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিকল্পধারার আইনুল হক কুলা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৮০ ভোট।

নড়াইলের দুটি সংসদীয় আসনেই আওয়ামী লীগের প্রার্থীদের বিপরীতে দ্বিতীয় হওয়া প্রার্থীরা জামানত হারিয়েছেন। নড়াইল-১ আসনে বি এম কবিরুল হক ও নড়াইল-২ আসনে মাশরাফি বিন মুর্তজা লক্ষাধিক ভোটের ব্যবধানে জিতেছেন। তাঁদের প্রধান প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী পান পাঁচ হাজারের কম ভোট।

ভোলা জেলার চারটি সংসদীয় আসনেই নৌকার প্রার্থীরা লক্ষাধিক ভোটের ব্যবধানে জিতেছেন। বাকি সব প্রার্থী জামানত হারিয়েছেন।

কুমিল্লার ১১টি আসনের ৬টিতেই আওয়ামী লীগ ছাড়া বাকি সব প্রার্থী জামানত হারিয়েছেন। এর মধ্যে পাঁচটি আসনের নৌকার প্রার্থীরা জিতেছেন লক্ষাধিক ভোটের ব্যবধানে। একই চিত্র ফেনী-১ ও ফেনী-২ আসনসহ আরও কিছু আসনের ফলাফলে দেখা গেছে।

Related articles

Recent articles

spot_img