19.8 C
New York

নাসুমের ৫ উইকেট, হাবিবুরের শতক

Published:

ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে কারা জায়গা করে নিচ্ছে, সেটা অনুমান করা যাচ্ছিল আগে থেকেই। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্রত্যাশিতভাবেই সুপার লিগে জায়গা করে নিয়েছে। টানা চার জয়ে দুইয়ে উঠে আসা শাইনপুকুর আছে এর পরই। ওদিকে আজ ব্রাদার্স ইউনিয়নকে ৫ উইকেটে হারিয়ে তৃতীয় দল হিসেবে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে মোহামেডান। সুপার লিগের চতুর্থ ও পঞ্চম দল শেখ জামাল ও প্রাইম ব্যাংক।

যা একটু কৌতূহল ছিল সুপার লিগের ষষ্ঠ দল নিয়ে—গাজী গ্রুপ ক্রিকেটার্স, নাকি লিজেন্ডস অব রূপগঞ্জ? আজ সিটি ক্লাবকে হারিয়ে ষষ্ঠ দল হিসেবে সুপার লিগে জায়গা করে নিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। দিনের আরেক ম্যাচে রূপগঞ্জ টাইগার্সকে হারিয়ে মুখোমুখি লড়াই ও নেট রান রেটে এগিয়ে থেকে রেলিগেশন লিগ এড়িয়েছে পারটেক্স। পয়েন্ট তালিকার শেষ তিন দল গাজী টায়ার্স, সিটি ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স খেলবে রেলিগেশন লিগ।

ব্রাদার্স ইউনিয়ন: মোহামেডান

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের প্রথম ৫ উইকেটের সুবাদে ব্রাদার্স ইউনিয়নকে ১৩৫ রানে অলআউট করে দেয় মোহামেডান। ছোট্ট এই লক্ষ্য মোহামেডান টপকে যায় ২৩.২ ওভারে ৫ উইকেট হারিয়ে। ওপেনার ইমরুল কায়েস অপরাজিত ছিলেন ৯২ রানে। ম্যাচসেরা নাসুম।

নাসুমের সঙ্গে ছিলেন জাতীয় দলের আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজও। প্রথমে ব্যাট করা ব্রাদার্সকে দাঁড়াতেই দেননি এই দুজন। নাসুম ৫ উইকেট নিয়েছেন মাত্র ২২ রানে। মিরাজ ২৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। দুজনের ঘূর্ণিতে ৩৪.৩ ওভারে থেমে যায় ব্রাদার্সের ইনিংস। মাহমুদুল হাসান ও রাহাতুল ফেরদৌস ৪৫ রান করে করেছেন।

১৩৫ রানের জবাবে মোহামেডানকে ভালো শুরু এনে দেন ইমরুল ও রনি তালুকদার। তাঁদের উদ্বোধনী জুটিতে আসে ৬৬ রান। মোহামেডানের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুত খেলা শেষ করার চেষ্টা ছিল। সেটি করতে গিয়ে উইকেটও হারিয়েছে দলটি। তবে ইমরুল টিকে থেকে ম্যাচ শেষ করে আসেন। তাঁর ৯২ রান আসে ৭১ বলে। ইমরুলের ১২টি চার ও ৩টি ছক্কায় সাজানো ইনিংসের সৌজন্যে ৫ উইকেটে জিতেছে মোহামেডান।

সংক্ষিপ্ত স্কোর:

ব্রাদার্স ইউনিয়ন: ৩৪.৩ ওভারে ১৩৫ (মাহমুদুল ৪৫, রাহাতুল ৪৫, জাকিরুল ২৫; নাসুম ৫/২২, মিরাজ ৩/২৮)

মোহামেডান স্পোর্টিং ক্লাব: ২৩.২ ওভারে ১৪০/৫ (ইমরুল ৯২*, রুবেল ১৪; নূর ২/৫১, ওয়ালিদ ১/২১, রাহাতুল ১/২৪)

ফল: মোহামেডান ৫ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: নাসুম আহমেদ।

Related articles

Recent articles

spot_img