Home Defence ধ্বনির উৎপত্তি – বাংলা ২য় পত্র, পরিচ্ছেদ ৪ | এসএসসি ২০২৫

ধ্বনির উৎপত্তি – বাংলা ২য় পত্র, পরিচ্ছেদ ৪ | এসএসসি ২০২৫

126
0
ধ্বনির উৎপত্তি – বাংলা ২য় পত্র, পরিচ্ছেদ ৪ | এসএসসি ২০২৫

১. কোনটি বাগ্​যন্ত্র?

ক. পাকস্থলী খ. ফুসফুস 

গ. কোষ ঘ. যকৃৎ

২. স্বরযন্ত্রের কোন অংশ ধ্বনি তৈরিতে সরাসরি ভূমিকা পালন করে?

ক. বলয় উপাস্থি খ. মুখবিবর 

গ. নাসারন্ধ্র ঘ. নাসিকা

৩. বাগ্​যন্ত্রের মধে৵ সবচেয়ে ‘সচল ও সক্রিয় অঙ্গ’ কোনটি?

ক. দাঁত খ. মূর্ধা 

গ. দন্ত্যমূল ঘ. জিহ্বা

৪. মুখগহ্বরের কোন অংশে তালুর অবস্থান?

ক. সামনে খ. পেছনে 

গ. ওপরে ঘ. নিচে

৫. কোমল তালুর সঙ্গে আলজিহ্বা নিচে নেমে এলে কোথা থেকে বাতাস বের হয়?

ক. নাক  দিয়ে খ. কান দিয়ে 

গ. মুখ দিয়ে ঘ. স্বরযন্ত্র দিয়ে

৬. ধ্বনি উৎপন্ন হওয়ার প্রত্যঙ্গসমূহকে একত্রে কী বলে?

ক. বাগ্​যন্ত্র খ. মুখগহ্বর 

গ. স্বরযন্ত্র ঘ. নাসারন্ধ্র

৭. ধ্বনি উৎপন্ন হয় কীভাবে?

ক. শ্বাস গ্রহণের মাধ্যমে 

খ. শ্বাস ত্যাগের মাধ্যমে

গ. শ্বাস গ্রহণ ও ত্যাগ উভয়ের মাধ্যমে

ঘ. হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালনের মাধ্যমে

৮. ‘বৈচিত্র্যময় ধ্বনি’ উচ্চারণের জন্য কার ভূমিকা প্রধান?

ক. জিহ্বা খ. ওষ্ঠ 

গ. তালু ঘ. মূর্ধা

৯. ‘মুখবিবরের ছাদ’কে কী বলা হয়?

ক. মূর্ধা খ. মূল 

গ. তালু ঘ. আলজিহ্বা

১০. ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস কোনটি?

ক. কণ্ঠ খ. শ্বাসনালি 

গ. স্বরতন্ত্রী ঘ. ফুসফুস

১১. ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে উচ্চারণের মূল উপকরণ কোনটি?

ক. মুখবিবর ও জিহ্বা খ. কণ্ঠ, ওষ্ঠ ও জিহ্বা

গ. দন্ত ও ওষ্ঠ    ঘ. মুখবিবর ও ওষ্ঠ

১২. দাঁতের গোড়ার নাম কী?

ক. দন্ত্যমূল খ. ওষ্ঠ 

গ. জিভ ঘ. আলজিহ্বা

১৩. আনুনাসিক স্বরধ্বনি উচ্চারণে কোমল তালু কী করে?

ক. নিচে নামে খ. ওপরে ওঠে  

গ. সোজা থাকে ঘ. বদ্ধ হয়

১৪. বাক্​প্রতঙ্গের সবচেয়ে বাইরের অংশকে কী বলে?

ক. ঠোঁট খ. তালু 

গ. জিহ্বা ঘ. আলজিহ্বা

সঠিক উত্তর

পরিচ্ছেদ ৪: ১. খ ২. খ ৩. ঘ ৪. গ ৫. ক ৬. ক ৭. খ ৮. ক ৯. গ ১০. ঘ ১১. খ ১২. ক ১৩. ক ১৪. ক

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here