16.1 C
New York

ধানমন্ডিতে যানজট নিয়ন্ত্রণ ও সিসি ক্যামেরা স্থাপনে মতবিনিময় সভা

Published:

ধানমন্ডি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিয়ন্ত্রণ, বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন উদ্বুদ্ধ করতে ধানমন্ডি সোসাইটি ও সুধীজনদের সঙ্গে ডিএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ধানমন্ডি মডেল থানার উদ্যোগে শনিবার (২৭ এপ্রিল) থানা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মুহাম্মদ আশরাফ হোসেন। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

এসময় ডিএমপি কমিশনার বলেন, ধানমন্ডিতে যে সব পুলিশ সদস্য কাজ করছে তারা অত্যন্ত দক্ষ ও সহানুভূতিশীল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার কথা বলেছেন সেখানে চারটি বিষয়ে উল্লেখ আছে। স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি। ধানমন্ডিতে বসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এখানেই সর্বপ্রথম ১৯৭১ সালের ২৩ মার্চ নিজ হাতে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন আবার এই ধানমন্ডিতেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা সপরিবারে নিহত হয়েছিলেন।

আরও পড়ুন

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী ও রমনা পার্ক, এরপরেই রবীন্দ্র স্মরণি। মহিলাদের জন্য ক্রীড়া কমপ্লেক্স সেটিও ধানমন্ডিতে। বাংলাদেশ স্বাধীনতার পর তারুণ্যের অহংকার শেখ কামাল একটি ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশের সব ক্রীড়াক্ষেত্রে ভূমিকা রেখে চলছে আবাহনী ক্লাব- আবাহনী মাঠ সেটিও এখানে। এখানের সংসদ সদস্য ফেরদৌস আহমেদের নেতৃত্বে আপনারা স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি তৈরি করে দেখাবেন এটাই প্রত্যাশা করছি।

ধানমন্ডিতে যানজট নিয়ন্ত্রণ ও সিসি ক্যামেরা স্থাপনে মতবিনিময় সভা

ডিএমপি কমিশনার আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে রাজারবাগ থেকে সর্বপ্রথম মুক্তিযুদ্ধে প্রতিরোধ যুদ্ধ শুরু করেছিলেন পুলিশ সদস্যরা। যে কোনো দুর্যোগে বাংলাদেশ পুলিশ সবার আগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। এই যে এখন তাপপ্রবাহ চলছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ৫০টি থানায় বিভিন্ন বাজার, বাস স্টপেজ, মার্কেটসহ জনবহুল স্থানগুলোতে শ্রমজীবী মানুষের জন্য সুপেয় পানি সরবরাহ করা হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় স্থায়ীভাবে ট্রেইলার ও ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে পানির ব্যবস্থা করা হয়েছে। কিছু কিছু জায়গায় বোতলে পানি ও স্যালাইন সরবরাহ করা হচ্ছে।

সভায় সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেন, ধানমন্ডি থানার পুলিশ কাজকর্মে স্মার্ট। এই স্মার্ট পুলিশের হাত ধরেই স্মার্ট বাংলাদেশ এগিয়ে যাবে। এখানে আমি সংসদ সদস্য, আজ পর্যন্ত আমাদের এই পুলিশের বিরুদ্ধে একটাও অভিযোগ পাইনি। ধানমন্ডির মানুষের জীবনকে সুন্দর, স্বাভাবিক ও নিরাপদ করার জন্য, ধানমন্ডির সেই পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য ধানমন্ডি সোসাইটি নিরলস পরিশ্রম করে যাচ্ছে।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে, তার দর্শন ছড়িয়ে দিতে সুধীজনদের নিয়ে ধানমন্ডি মডেল থানায় একটি মুজিব কর্ণার উদ্বোধন করেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন। সভায় ধানমন্ডি সোসাইটির সদস্য ও সুধীজনসহ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিটি/এসআইটি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img