Home Defence দ্রব্য – অর্থনীতি, অধ্যায় ২ | এসএসসি ২০২৫

দ্রব্য – অর্থনীতি, অধ্যায় ২ | এসএসসি ২০২৫

79
0
দ্রব্য – অর্থনীতি, অধ্যায় ২ | এসএসসি ২০২৫

১৯. ভেড়ামারা তাপবিদ্যুৎকেন্দ্রটি কোন জেলায় অবস্থিত?

ক. কুষ্টিয়া খ. খুলনা 

গ. সিলেট ঘ. নরসিংদী

২০. কোন নদীতে বাংলাদেশের একমাত্র পানিবিদ্যুৎকেন্দ্রটি স্থাপন করা হয়েছে?

ক. মেঘনা খ. নাফ 

গ. কর্ণফুলী ঘ. সাঙ্গু

২১. মানুষের প্রয়োজন মেটানোর ক্ষমতাসম্পন্ন বস্তুগত ও অবস্তুগত সব জিনিসকে আমরা কী বলে থাকি?

ক. সম্পদ খ. উপযোগ 

গ. ভূমি ঘ. অর্থনৈতিক দ্রব্য

২২. ‘অর্থনৈতিক দ্রব্যে’র কী আছে?

ক. উপযোগ খ. ভোগ 

গ. জোগান ঘ. সঞ্চয়

২৩. যা কোনো ক্ষেত্রে একবার মাত্র  বা স্বল্পকালে ভোগ করা যায়, তাকে কোন দ্রব্য বলে?

ক. অর্থনৈতিক দ্রব্য  খ. ভোগদ্রব্য 

গ. অস্থায়ী দ্রব্য   ঘ. অবাধলব্য দ্রব্য

২৪. কোন দ্রব্য চূড়ান্ত উৎপাদনে নিঃশেষ হয়ে যায়?

ক. মূলধনি খ. স্থায়ী 

গ. অবাধলভ্য ঘ. মধ্যবর্তী

২৫. কোনটি মূলধনি দ্রব্য?

ক. টেবিল খ. জমি 

গ. গুদামঘর ঘ. বাড়ি

২৬. কোন দ্রব্য বারবার উৎপাদন কাজে ব্যবহৃত হয়?

ক. মধ্যবর্তী খ. চূড়ান্ত  

গ. মূলধনি ঘ. অস্থায়ী

২৭. যেসব দ্রব্য পাওয়ার জন্য মানুষকে পরিশ্রম করতে হয় বা মূল্য প্রদান করতে হয় তাকে বলা হয়—

i. চূড়ান্ত দ্রব্য 

ii. অর্থনৈতিক দ্রব্য 

iii. অবাধলভ্য দ্রব্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii  ও iii

২৮. অর্থনীতিতে দ্রব্য হতে হলে তার থাকতে হবে—

i. উপযোগিতা 

ii. সীমাবদ্ধ জোগান 

iii. মূল্যহীন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৯. সুযোগ ব্যয় বলতে বোঝায়—

i. একটি দ্রব্য পাওয়ার জন্য আরেকটি দ্রব্য ত্যাগ করতে হয়

ii. এটি অর্থনীতিতে বহুল ব্যবহৃত একটি ধারণা 

iii. অতি প্রয়োজনীয় দ্রব্যটি নির্বাচন করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩০. শ্রমের জন্য প্রাপ্ত আয়কে কী বলে?

ক. মূলধন খ. বেতন 

গ. মজুরি ঘ. লগ্নি

৩১. পুঁজি ব্যবহার করার জন্য পুঁজির মালিককে কী দেওয়া হয়?

ক. সুদ খ. উৎপাদন 

গ. খাজনা ঘ. মুনাফা

৩২. ভূমির প্রাপ্ত আয়কে কী বলে?

ক. সুদ খ. উৎপাদন 

গ. খাজনা ঘ. মুনাফা

৩৩. উদ্যোক্তা সব খরচ মিটিয়ে যে আয় করেন তাকে কী বলে?

ক. সুদ খ. উৎপাদন 

গ. খাজনা ঘ. মুনাফা

৩৪. আয়ের যে অংশ বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য রাখা হয় তাকে কী বলে?

ক. মজুত খ. সঞ্চয় 

গ. বিনিময় ঘ. ভোগ

৩৫. আয় ও ভোগ ব্যয়ের পার্থক্যকে কী বলে?

ক. বিনিয়োগ খ. মূলধন 

গ. সঞ্চয় ঘ. মুনাফা

সঠিক উত্তর

অধ্যায় ২: ১৯. ক ২০. গ ২১. ঘ ২২. ক ২৩. গ ২৪. ঘ ২৫. গ ২৬. গ ২৭. ক ২৮. ক ২৯. ক ৩০. গ ৩১. ক ৩২. গ ৩৩. ঘ ৩৪. খ ৩৫. গ

মুহাম্মদ শামীম, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here