Home Defence দেশে প্রতি লাখে ১৪৪ জনের ক্যানসার

দেশে প্রতি লাখে ১৪৪ জনের ক্যানসার

84
0
দেশে প্রতি লাখে ১৪৪ জনের ক্যানসার

উপস্থাপনায় মো. খালেকুজ্জামান বলেন, ক্যানসারে আক্রান্ত রোগীদের ক্যানসারের পাশাপাশি আরও এক বা একাধিক রোগে ভুগতে দেখা গেছে। তাঁদের মধ্যে ২৮ দশমিক ৬ শতাংশের উচ্চ রক্তচাপ, ১১ দশমিক ৩ শতাংশের ডায়াবেটিস, ৮ দশমিক ৩ শতাংশের হৃদ্‌রোগ, ৩ শতাংশের দীর্ঘস্থায়ী কিডনি রোগ এবং ৩ শতাংশের স্ট্রোকের ইতিহাস আছে।

ক্যানসারের ঝুঁকি বাড়ায় এমন বিষয়ের সঙ্গে ক্যানসারে আক্রান্ত রোগীদের সম্পর্কের দিকটি গবেষণায় উঠে এসেছে। পুরুষদের মধে৵ ৭৩ শতাংশ ধূমপানে অভ্যস্ত। ৪১ শতাংশ পুরুষ ও ৬১ শতাংশ নারী সাদাপাতা, তামাক ও জর্দায় অভ্যস্ত। পাশাপাশি ৬৫ শতাংশ পুরুষ ও ৭৫ শতাংশ নারীর পান–সুপারি খাওয়ার অভ্যাস রয়েছে।

অনুষ্ঠানে গবেষকেরা জানান, ক্যানসারে আক্রান্ত রোগীরা মূলত ঢাকা শহরে এসেই পরীক্ষা–নিরীক্ষা করান ও চিকিৎসা নেন। রোগীদের মধে৵ প্রায় ৬০ শতাংশ প্রয়োজনীয় সমন্বিত চিকিৎসা পেয়েছিলেন। ১৩ শতাংশ রোগী পেয়েছেন শুধু কেমোথেরাপি, ২ দশমিক ৩ শতাংশ পেয়েছেন শুধু রেডিওথেরাপি এবং ১১ দশমিক ৩ শতাংশের অস্ত্রোপচার হয়েছে। কোনো চিকিৎসা পাননি ৪ দশমিক ৫ শতাংশ ক্যানসারে আক্রান্ত রোগী।

নির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সরকারের অসংক্রামক রোগনিয়ন্ত্রণ কর্মসূচির বিষয়ভিত্তিক পরিচালক অধ্যাপক রোবেদ আমিন বলেন, পরিস্থিতি বোঝার জন্য এবং প্রতিরোধ কর্মসূচি হাতে নেওয়ার জন্য জনসংখ্যাভিত্তিক ক্যানসার রেজিস্ট্রি উপযুক্ত কৌশল। এতে ক্যানসারের চাপটি বোঝা যায়। এই গবেষণা থেকে দেখা যাচ্ছে, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশ ক্যানসারের ক্ষেত্রে ১ নম্বরে আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here