26 C
New York

দুর্নীতির লাগাম টানুন, লুণ্ঠিত ঋণ উদ্ধার করুন

Published:

নতুন সরকারের সামনে প্রধান অর্থনৈতিক চ্যালেঞ্জ হলো নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা। মূল্যস্ফীতি বর্তমানে সাড়ে ৯ শতাংশের কাছাকাছি, খাদ্যপণ্যে এটি আরও বেশি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত কয়েক দিনে চালসহ বেশ কয়েকটি খাদ্যপণ্যের দাম আরও বেড়ে যাওয়ায় জনগণের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। চালের দাম বাড়ার পেছনে কোনো কারসাজি আছে কি না, তা তদন্তপূর্বক সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা দুর্নীতি, অর্থ পাচার, বিনিয়োগে স্থবিরতা, ব্যাংক খাতের বিশৃঙ্খলা নিয়ে যেসব কথা বলেছেন, তা নতুন নয়। বহু বছর ধরেই এই সমস্যা চলে আসছিল। কিন্তু সরকারের নীতিনির্ধারকেরা এসব বিষয় আমলে নিয়ে কার্যকর পদক্ষেপ নিয়েছেন এমনটি বলা যাবে না। বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা নিয়ে সরকারের মধ্যে একধরনের আত্মপ্রসাদ লাভের প্রবণতা আছে।

কিন্তু এসব প্রকল্পের অতিরিক্ত ব্যয় এবং কোনো কোনোটির ক্ষেত্রে যে উপযোগিতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই বিষয়গুলোর যেমন জবাবদিহি প্রয়োজন, তেমনি ভবিষ্যতে কোনো প্রকল্প নেওয়ার ক্ষেত্রেও তা বিবেচনায় রাখা উচিত। এসব উন্নয়ন প্রকল্পের বেশির ভাগই করা হয়েছে বিদেশি ঋণে। অন্যদিকে বৈশ্বিক সংকটের কারণে ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানির লাগাম টানতে হয়েছে। বড় প্রকল্প বড় বিপর্যয় ডেকে আনবে না—বিশেষজ্ঞদের পাশাপাশি দেশবাসীও এই নিশ্চয়তা চায়।

Related articles

Recent articles

spot_img