15.1 C
New York

দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

Published:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা নির্বাচন ঘিরে উপজেলা পরিষদের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহানা ফেরদৌসীসহ অন্তত উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। এ সময় ভিডিও ধারণ করতে গেলে কালের কণ্ঠের স্থানীয় উপজেলা প্রতিনিধি হাসান মাহমুদের ক্যামেরা ও মুঠোফোন ভাঙচুর করা হয়।

এ ঘটনা ঘটেছে গত শুক্রবার রাত একটার দিকে স্থানীয় উপজেলা মেডিকেল মোড় এলাকায়। এর আগে শুক্রবার দিনভর প্রচার–প্রচারণা নিয়ে উত্তেজনা ছিল দুই পক্ষের মধ্যে। আহত ব্যক্তিরা বর্তমানে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে কাপ পিরিচ প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. লিয়াকত হোসেনের সমর্থক হাফিজুল ইসলাম আনারস প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহানা ফেরদৌসকে নিয়ে নির্বাচনী প্রচারণার সময় অশ্লীল মন্তব্য করেন। বিষয়টি জানতে পেরে শাহানা ফেরদৌসীর স্বামী ও উপজেলার পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল আলম এর প্রতিবাদ করেন। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের খবর পেয়ে থানা–পুলিশ ঘটনাস্থলে উপস্থিতি হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শাহানা ফেরদৌসী ও তাঁর সমর্থকদের নিয়ে মেডিকেল মোড় ত্যাগ করার সময় লিয়াকতের সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালান। এ সময় লিয়াকতের সমর্থকেরা শাহানা ফেরদৌসীর গাড়ি ভাঙচুর করেন।

সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনার ভিডিও করতে গেলে কালের কণ্ঠের স্থানীয় প্রতিনিধি হাসান মাহামুদের ক্যামেরা ও মুঠোফোন ভাঙচুর করেন লিয়াকত হোসেনের সমর্থকেরা। এতে শাহানা ফেরদৌসী হাত ও শরীরে আঘাত পান। পরে আহত ব্যক্তিরা হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

Related articles

Recent articles

spot_img