25.1 C
New York

দিনাজপুরে ১০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১

Published:

দিনাজপুর সদরের কুতুইর বাজার থেকে আরজুল ইসলাম (৬৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছেন বিজিবি সদস্যরা। এসময় তার কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার আরজুল ইসলাম দিনাজপুর সদরের হরিহরপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তিনি দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে দিনাজপুর কোতয়ালি থানা পুলিশের মাধ্যমে এলআই বিজিবি তদন্ত কর্মকর্তা তাকে আদালতে পাঠান।

দিনাজপুর দাইনুর বিজিবি ক্যাম্পের সদস্য আনোয়ার হোসেন জানান, ২৯ এপ্রিল নিজস্ব গোয়েন্দার সংবাদের ভিত্তিতে দিনাজপুর সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নের কুতুইর বাজার থেকে মোটরসাইকেলসহ আরজুল ইসলামকে আটক করা হয়। পরে তল্লাশি করে ১০ পিচ নিষিদ্ধ ঘোষিত ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। তবে এসময় তার সঙ্গে থাকা অপর ব্যক্তি পালিয়ে যান।

এ ঘটনায় বিজিবি বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, যেহেতু মামলার বাদী বিজিবি তাই মামলাটি তদন্ত করার ভার পুলিশ পরিদর্শক এলআই বিজিবি সদস্য শ্যামল চন্দ্র বর্মনকে দেওয়া হয়েছে। আসামি আরজুল ইসলাম দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাড়িচালক ছিলেন।

এমদাদুল হক মিলন/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img