11.3 C
New York

তোমরা চেঞ্জমেকার, তোমরাই পরিবর্তন আনবে

Published:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর ‘মুক্ত’ প্রকল্পে পোশাক কিনতে গিয়ে বিপণিবিতানগুলোতে প্লাস সাইজের নারীদের বডি শেমিংসহ মেয়েদের দুর্দশার চিত্র তুলে ধরে সে অনুযায়ী পোশাক তৈরি এবং প্লাস-সাইজ পোশাকের প্রচারণায় কাজ করছে।

‘খাদিজা’ প্রকল্পের মধ্য দিয়ে রাজশাহীতে নারীদের আধুনিক আইটি ট্রেনিংয়ের মাধ্যমে তাদের স্বাবলম্বী করার চেষ্টা করা হচ্ছে এ প্রকল্পে। প্রকল্পটিতে মাদ্রাসার নারীদের ক্ষমতায়ন করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়ে ২৩ নারী শিক্ষার্থী ফ্রিল্যান্সিং করে নিজেরা আয় করছেন।

সন্ধ্যায় অডিটরিয়ামে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ ইয়াং চেঞ্জমেকারদের সঙ্গে টাউন হল সেশনে অংশ নেন। তরুণদের ‍উদ্দেশে আসিফ সালেহ্ বলেন, ‘যে কাজটা করবে, মনেপ্রাণে করবে, যাতে অনেক বেশি মানুষের জীবনে প্রভাব রাখতে পারো। তোমার স্বপ্নটা যেন বড় হয়, খাঁটি হয়। আর জোট বেঁধে কাজ করবে। একজন কোনো ভালো কাজে এগিয়ে এলে আরও অনেকে আসে। এ জন্যই আমরা নতুন নেটওয়ার্ক করেছি, যাতে আমরা একজন আরেকজনের পাশে থাকতে পারি।’

পরে একই স্থানে ইয়াং চেঞ্জমেকারদের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীতশিল্পী মিনার ও মাশার গান পরিবেশন করেন।
কাল রোববার দ্বিতীয় দিনে জলবায়ু পরিবর্তন, পরিবেশ-সচেতনতা, ভবিষ্যৎ নেতৃত্ব, পারস্পরিক সহমর্মিতাসহ নানা সামাজিক বিষয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আলোচনা অনুষ্ঠান হবে।

Related articles

Recent articles

spot_img