19.4 C
New York

তিন প্রার্থীর পক্ষে বিভক্ত আওয়ামী লীগের নেতা-কর্মীরা

Published:

মোতাসিম বিল্লাহর পক্ষে মাঠে নেমেছেন তিনজন ইউপি চেয়ারম্যান। তাঁরা হলেন শ্রীপুর সদর ইউনিয়নের মসিয়ার রহমান, গয়েশপুরের আবদুল হালিম মোল্যা ও সব্দালপুর ইউনিয়নের পান্না খাতুন। এর পাশাপাশি নাকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়াসহ আওয়ামী লীগের একটি পক্ষ ঘোড়া প্রতীকের এই প্রার্থীর পক্ষে কাজ করছে।

অন্যদিকে শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজনীতিতে নতুন। দলেও কোনো পদ-পদবি নেই। তবে তাঁর বড় ভাই উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়ার কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তিনি। গত পাঁচ বছরে সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের কট্টর সমালোচক হিসেবে পরিচিতি পাওয়া কুতুবুল্লাহ হোসেন মিয়ার পুরো উপজেলার রাজনীতিতে একটি শক্ত ভিত্তি রয়েছে। তাঁদের পক্ষে প্রচার চালাচ্ছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পঙ্কজ সাহা, সদস্য ইসমত আরা, দারিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ অন্যরা।

জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৮ মে একই সঙ্গে শ্রীপুর ও সদর উপজেলায় নির্বাচন হলেও দুই জায়গায় ভিন্ন চিত্র লক্ষ করা গেছে। সদর উপজেলায় যেখানে দুই প্রার্থীর পক্ষে বর্তমান ও সাবেক সংসদ সদস্যদের অবস্থান স্পষ্ট হয়েছে, সেখানে শ্রীপুরে জেলার নেতাদের প্রকাশ্য কোনো হস্তক্ষেপ দেখা যাচ্ছে না। শ্রীপুরে কোনো প্রার্থীকে সমর্থন দেওয়ার ফলাফল বুমেরাং হতে পারে, এমন আশঙ্কায় জেলার নেতারা এখানে কোনো সিদ্ধান্ত নেননি।  তবে যে প্রার্থী বিএনপি ও জামায়াতের ভোট বেশি নিতে পারবেন, তাঁর জয়ের সম্ভাবনা বাড়বে। প্রার্থীরা গোপনে গোপনে সে চেষ্টাই চালিয়ে যাচ্ছেন।

Related articles

Recent articles

spot_img