29 C
New York

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবৈধ দোকান সরানোর নির্দেশ

Published:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অবৈধভাবে ব্যবসা করা অনুমোদনহীন ১৯টি দোকান সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের দোকান পরিচালনা কমিটির এক সভায় অনুমোদনহীন দোকানগুলো উচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরে বিভিন্ন এলাকায় ১৯টি অনুমোদনহীন দোকান আছে। ৩০ এপ্রিলের মধ্যে দোকানগুলো সরাতে হবে। দোকানের পক্ষে কর্তৃপক্ষের কোনো অনুমোদন থাকলে তা জরুরি ভিত্তিতে এস্টেট অফিসে পাঠাতে বলা হয়েছে। তার মধ্যে শিববাড়ী আবাসিক এলাকায় আটটি, কার্জন হল এলাকায় তিনটি, উত্তর নীলক্ষেত আবাসিক এলাকায় একটি, দক্ষিণ ফুলার রোড আবাসিক এলাকায় একটি, মোকাররম হোসেন বিজ্ঞান ভবন এলাকায় বিজ্ঞান লাইব্রেরির পেছনে ছয়টিসহ মোট ১৯টি দোকান অবৈধভাবে দীর্ঘদিন থেকে ব্যবসা পরিচালনা করছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ক্যাম্পাসে ব্যবসা বা কোনো কার্যক্রম করা সম্পূর্ণরূপে অবৈধ এবং বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিপন্থি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, এস্টেট অফিস থেকে একটি কমিটি কাজ করেছে। দোকানগুলো অবৈধ হওয়ায় সেগুলো সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

হাসান আলী/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img