13.5 C
New York

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পানি-স্যালাইন হাতে রিকশাচালকদের পাশে ‘অদম্য’

Published:

তীব্র গরমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) তিন শতাধিক রিকশাচালক ও সাধারণ মানুষের মধ্যে পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য’।

শনিবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মলচত্বর, টিএসসি, হাকিম চত্বর ও কার্জন হল এলাকায় পানি বিতরণ করেন সংগঠনটির প্রথমবর্ষের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা চলমান রিকশা থামিয়ে এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রিকশাচালকদের হাতে পানি ও স্যালাইন তুলে দেন। বিশ্ববিদ্যালয় এলাকায় চলাচলরত সাধারণ মানুষের মধ্যেও পানি-স্যালাইন বিতরণ করেন তারা।

jagonews24

এভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ‘অদম্য’র সদস্য ও স্বেচ্ছাসেবক রুকাইয়া বিনতে হাসান বলেন, ‘এ ক্ষুদ্র ক্ষুদ্র কাজের মাধ্যমেই আমরা একসময় অনেক বড় কাজ করতে পারবো। বৃহৎ পরিসরে না হোক, যে রিকশায় আপনি উঠবেন ভাড়া দেওয়ার সময় অন্তত এক বোতল পানি দেবেন। আর এই এক বোতল পানিই অনেক বড় সাদাকাহ হয়ে যাবে।’

সংগঠনটির এক্সিকিউটিভ হাসান জুবায়ের বলেন, পানি ও স্যালাইন বিতরণের এ কার্যক্রম ক্ষুদ্র হলেও আমাদের কাছে আনন্দের ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের শারীরিক ও মানসিকভাবে সাহায্য করেছেন। যে কারণে কম সময়ে আমরা ফান্ড উঠাতে সক্ষম হয়েছি এবং এ কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি।

হাসান আলী/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img