6.8 C
New York

ঢাকার ৫ জায়গায় ১০০ টাকায় পাওয়া যাচ্ছে ৫ কেজির তরমুজ

Published:

কৃষকের দামে রাজধানীর ৫টি স্থানে তরমুজ বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) ‘কৃষকের পণ্য, কৃষকের দামে’ স্লোগানে বাংলাদেশ এগ্রি ফারমার্স অ্যাসোসিয়েশন (বাফা) খামারবাড়ীতে এ কার্যক্রম উদ্বোধন করেছে।

শুরুতে যে ৫টি স্থানে কম দামে এসব তরমুজ বিক্রি হবে সেই স্থানগুলো হলো খামারবাড়ী বঙ্গবন্ধু চত্বর, উত্তরা ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ার, সচিবালয়ের সামনে আব্দুল গণি রোড, মোহাম্মদপুরের জাপান গার্ডেন ও পুরান ঢাকার নয়াবাজার। পরবর্তীতে এর পরিসর আরও বাড়ানো হবে।

ঢাকায় ৫ জায়গায় ১০০ টাকায় পাওয়া যাচ্ছে ৫ কেজির তরমুজ

এসব স্থানে ৫ কেজির বেশি ওজনের তরমুজ ১০০ টাকা, ৭ কেজির বেশি ওজনের তরমুজ ১৫০ টাকা, ৯ কেজির বেশি ওজনের তরমুজ ২০০ টাকা, ১১ কেজির বেশি ওজনের তরমুজ ২৫০ টাকায় পিস হিসাবে বিক্রি করা হবে বলে জানানো হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে।

এদিকে খামারবাড়ীতে এ কার্যক্রম উদ্বোধনের পর সেখানে তরমুজ কিনতে মানুষের দীর্ঘ সারি দেখা গেছে। নিলুফা নামের একজন ক্রেতা বলেন, বাজারে তরমুজের দাম আগের চেয়ে কিছুটা কমলেও এখানে তার চেয়েও কম দামে পাওয়া যাচ্ছে। এতদিন তরমুজ কিনিনি, এখানে বছরের প্রথম তরমুজ কিনছি।

ঢাকায় ৫ জায়গায় ১০০ টাকায় পাওয়া যাচ্ছে ৫ কেজির তরমুজ

জাহেদুল ইসলাম নামের একজন বলেন, সরকারি-বেসরকারি সকলে মিলে এ ধরনের নায্যমূল্যে পণ্য বিক্রির উদ্যোগ নিলে বাজারে সিন্ডিকেট থাকবে না।

আরও পড়ুন: 

ঢাকায় ৫ জায়গায় ১০০ টাকায় পাওয়া যাচ্ছে ৫ কেজির তরমুজ

২৭ রমজান পর্যন্ত এই উদ্যোগটি চলবে। পরবর্তীতে বাজার পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এনএইচ/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img