সকাল থেকে রাজধানীর কোনো সড়কে যানজট আবার কোথাও যান চলাচল স্বাভাবিক রয়েছে। রোববার (১৪ মে) সকালে ঢাকার গাবতলী, শ্যামলী, আসাদগেট, ধানমন্ডি, মোহাম্মদপুর, সায়েন্সল্যাব, মিরপুর-১০, মহাখালী এবং বনানীর কিছু সড়কে যানজট দেখা গেছে। অন্যদিকে আগারগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, নিউ মার্কেট এলাকায় যানবাহনের কোনো চাপ দেখা যায়নি। এসব সড়ক অনেকটা ফাঁকা রয়েছে। স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে।
এছাড়া রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস হওয়ায় মেট্রোরেলে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। মেট্রোরেলের প্রতিটি স্টেশনেই ভিড় রয়েছে। অনেকেই গেটে ধাক্কাধাক্কি করে মেট্রোরেলে উঠতেও দেখা যায়।
রাজধানীর কল্যাণপুর মোড়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন শাহাদত হোসেন নামের একজন বেসরকারি চাকরিজীবী। তিনি জাগো নিউজকে জানান, ১৫ মিনিট ধরে তিনি দাঁড়িয়ে রয়েছেন। তবে কোনো বাসে তিনি উঠতে পারছেন না ভিড়ের কারণে। এছাড়া সড়কে সকাল থেকে যানজট রয়েছে বলে তিনি জানান।
বিজয় সরণি এলাকায় প্রায় ১৫ মিনিট সিগন্যালে বসে ছিলেন সিএনজিচালিত অটোরিকশা চালক আব্দুর রউফ। তিনি জানান, মিরপুর থেকে হাতিরঝিলের উদ্দেশ্যে দুজন যাত্রী নিয়ে তিনি বিজয় সরণি সিগন্যালে আটকে আছেন।
আরও পড়ুন
ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-অ্যাডমিন অ্যান্ড রিসার্চ) মো. জাহাঙ্গীর আলম জাগো নিউজকে জানান, আজ সপ্তাহের প্রথম কার্যদিবস, সঙ্গে এইচএসসি পরীক্ষা। এতে করে কিছু সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া কিছু ফাঁকাও রয়েছে। যানজট নিরসনে ডিএমপির ৮টি বিভাগের ট্রাফিকের সদস্যরা সড়কে কাজ করছেন।
এদিকে এই সপ্তাহজুড়ে ঢাকা মহানগরী এলাকায় আগাম যানজটের আভাস দিয়েছিল ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।
শনিবার ডিএমপির ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার (ট্রাফিক) এস এম মেহেদী হাসান জানান, এ সপ্তাহে তিনদিন এইচএসসি পরীক্ষা আছে। রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা। এছাড়া মুসলিম ধর্মালম্বীদের আশুরার তাজিয়া মিছিল হবে।
পাশাপাশি কোটা সংস্কার আন্দোলনও চলছে। সবকিছু মিলিয়ে এ সপ্তাহের চ্যালেঞ্জগুলো সামনে রেখে প্রতিটি বিভাগের উপ-কমিশনার তাদের মতো করে ট্রাফিক ম্যনেজমেন্টের ক্ষেত্রে জনভোগান্তি কমাতে কাজ করছে।
তিনি বলেন, ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের চ্যলেঞ্জ মোকাবিলা করি। রাস্তা খোঁড়াখুঁড়িও আমাদের জন্য চ্যলেঞ্জ। সামগ্রিকভাবে ট্রাফিক বিভাগের সব সদস্য মানুষের ভোগান্তি লাঘবে চেষ্টা করে যাচ্ছেন।
টিটি/এমআইএইচএস/এমএস