Home Defence ঢাকার রাস্তায় রাস্তায় প্রচণ্ড যানজট

ঢাকার রাস্তায় রাস্তায় প্রচণ্ড যানজট

73
0
ঢাকার রাস্তায় রাস্তায় প্রচণ্ড যানজট

রাজধানীর মিরপুর ১২ নম্বর থেকে সকাল ১০টা ৫ মিনিটের দিকে প্রাইভেট কারে কারওয়ান বাজারের উদ্দেশে রওনা হন এক যাত্রী। বেলা সাড়ে ১১টার সময় তিনি কাজীপাড়ায় আটকে ছিলেন। স্বাভাবিক সময়ে এটুকু আসতে আধঘণ্টা সময় লাগে বলে জানান ওই যাত্রী।

রাজধানীর কারওয়ান বাজার থেকে প্রাইভেট কারে বনানী যেতে এক ঘণ্টার বেশি সময় লেগেছে বলে জানান আরেক যাত্রী। ফার্মগেটে যানজট দেখে গাড়ি তেজগাঁওয়ের ভেতর দিয়ে ঘুরে যেতেও অলিগলিতে যানজটে পড়েন তাঁরা। মহাখালীতেও যানজট দেখা গেছে।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সকাল ১০টার দিকে কারওয়ান বাজারের উদ্দেশে রওনা দেন এক নারী। বেলা ১১টা ৩৭ মিনিটে কারওয়ান বাজারে এসে পৌঁছেছেন তিনি।  বিমানবন্দর সড়ক, মহাখালী, তেজগাঁও, সাত রাস্তার মোড়ে প্রচুর যানজট দেখেছেন বলে জানান তিনি। তেজগাঁও ছাড়া আর কোথাও ট্রাফিক পুলিশ দেখেননি বলে জানান এই যাত্রী। বনানীতে দুজন পথচারীকে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখেছেন তিনি ।

মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকাতেও সকাল সাড়ে নয়টার দিকে প্রচণ্ড যানজট দেখা গেছে। আশপাশের অলিগলিতেও যানজট ছিল। গণপরিবহন না থাকায় ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ।  মোস্তফা কামাল নামের এক যাত্রী বলেন, তিনি মোহাম্মদপুরের টাউন হল এলাকা থেকে সকাল সাড়ে নয়টার দিকে একটি রিকশা নিয়ে কারওয়ান বাজারের উদ্দেশে রওনা দেন। আসাদ গেটে এসে তিনি রিকশা ছেড়ে কিছুটা হেঁটে আরেকটি রিকশায় ওঠেন। তবে বেলা পৌনে ১২টা নাগাদও তিনি কারওয়ান বাজারে কর্মস্থলে পৌঁছাতে পারেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here