19 C
New York

ডোমারে ফলাফল ঘোষণার সময় দুর্বৃত্তের হামলা, আটক ১০

Published:

নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটের ফলাফল ঘোষণার সময় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মিলনায়তনটি ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। বুধবার (৮ মে) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আইনশঙ্খলা বাহিনীর ধাওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে যায়।

তাদের হামলায় মিলনায়তনে চেয়ার-টেবিল, দরজা-জানালাসহ আসবাব ব্যাপক ভাঙচুর করা হয়। সেসময় মিলনায়তনে উপস্থিত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রার্থীসহ সাংবাদিকরা ভেতরে আটকা পড়েন। ফলে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ফলাফল ঘোষণা।

পরে রাত সাড়ে ১১টার সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ডোমার উপজেলা নির্বাচন কর্মকর্তা নুর-ই আলম ফলাফল ঘোষণা করেন।

এতে ৩১ হাজার ৪২১ ভোট পেয়ে সরকার ফারহানা আকতার সুমী (টেলিফোন) বেসরকারি হিসেবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তোফায়েল আহমেদ (আনারস) ২৩ হাজার ১৩৪ ভোট পেয়েছেন। এ ফলাফল ঘোষণার পর পরাজিত প্রার্থীর সমর্থকরা উপজেলা পরিষদের মূল ফটকে হট্টগোলের সৃষ্টি করে। এসময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে প্রায় ২০ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে।

নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী ফারহানা আকতার সুমী জাগো নিউজকে জানান, তার এ বিজয় ছিনিয়ে নিতে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছে। নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে অভিযোগ করবেন বলে জানান তিনি। সুমী উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আরো বলেন, এ বিজয় পুরো ডোমারবাসীর।

ডোমার উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা নুর-ই আলম জাগো নিউজকে জানান, হামলাকারীরাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া ফুটেজ দেখে হামলাকারীরাদের শনাক্ত করা হবে। তবে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ১০জনকে আটক করেছে।

ইব্রাহিম সুজন/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img