17.2 C
New York

ডিজিটাল প্রযুক্তি – অষ্টম শ্রেণি নতুন শিক্ষাক্রম নতুন বই

Published:

আমরা গত সেশনে আলোচনা করেছিলাম, কীভাবে একটি ফর্মুলা বসিয়ে শতহাজার গণনা একমুহূর্তে করা যায়। কিন্তু আমরা যে অনুশীলন করেছি, সেগুলোতে প্রতিটি হিসাবের জন্য আমরা আলাদা ফর্মুলা বসিয়েছি। আজকে আমরা এমন একটি মজার টুলের ব্যবহার শিখব, যেটি ব্যবহার করে একমুহূর্তে গাণিতিক সমাধানের কাজগুলো করে ফেলা যায়। এই টুলটির নাম Fill Handle !

Fill Handle:

একটি সেলের নিচের ডান কোনায় মাউসটি নিয়ে গেলে কোনায় একটি যোগ চিহ্নের মতো দেখা যায়, এটির নামই ফিল হ্যান্ডেল। একটি সেলে একটি ফর্মুলা দিলে, সে ফর্মুলাটি যদি নিচের সেলগুলোর জন্যও প্রযোজ্য হয়, তাহলে ফর্মুলা যে সেলে দেওয়া আছে, ওই সেলটির কোনায় কার্সর রেখে ক্লিক করে নিচের দিকে যত দূর নামতে থাকব, তত দূর এ ফর্মুলাটি সমাধান করে দেবে।

ধরি, আমরা প্রত্যেক শিক্ষার্থীর ষষ্ঠ ও সপ্তম শ্রেণির উপস্থিতিকে গুণ করব। আমরা যে রোতে Student 1 আছে, এর সর্ব ডানের কলামে ফর্মুলা বসাব এবং Enter চাপব। 

গুণের ফর্মুলা বসানো হয়েছে

Enter চাপার পর, Student 1–এর জন্য ফলাফল পেয়ে গেছি। এবার ফিল হ্যান্ডেলটি ব্যবহার করে Student 10 পর্যন্ত নিচে নামতে থাকব। দেখব, যতই কার্সরটি নিচে নামাচ্ছি, সব কটি সমাধান হয়ে যাচ্ছে।

ফিল হ্যান্ডেল ব্যবহার করে সমাধান

এবার আমরা বুঝতে পারলাম, হাজার হাজার সংখ্যার গণনা মুহূর্তে কীভাবে করে ফেলতে পারে, তাই না? আমরা নিজেরা আরও অন্যান্য ফর্মুলা বসিয়ে ফিল হ্যান্ডেলের কাজটি আরও কয়েকবার করব। শ্রেণিকক্ষের সবাই একবার করে চেষ্টা করব।

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Related articles

Recent articles

spot_img