12.9 C
New York

টেইলর সুইফট, বার্বি আর বিয়ন্সে—নারীরা যেভাবে অর্থনীতিকে চাঙা রাখছেন

Published:

গায়িকা বিয়ন্সে নোয়েল গত বছর তাঁর এক অনুষ্ঠানে ভক্তদের সিলভার আউটফিট পড়ে আসার জন্য অনুরোধ করেছিলেন। এরপর যুক্তরাষ্ট্রের ই–কমার্স প্রতিষ্ঠান এটসির ছোট ব্যবসায়ীরাও এ ধরনের পোশাক আকাশচুম্বী দামে বিক্রি করেছিল। একইভাবে ‘বারবি’ সিনেমা প্রকাশের পর নারীদের জন্য গোলাপি রঙের পোশাক ও পণ্য বিক্রি অনেক বেড়ে যায়।

২০২৩ সালের মার্চে টেইলর সুইফটের ‘দ্য ইরাস ট্যুর’ নামের ১৫১টি বৈশ্বিক কনসার্টের যাত্রা শুরু হয়। গত বছর এর মাত্র অর্ধেক পরিমাণ কনসার্ট অনুষ্ঠিত হয়; আর তাতেই ইতিহাসে এক ট্যুর থেকে প্রথমবারের মতো ১০০ কোটি ডলার রাজস্ব আয় হয়। এই কনসার্টের বাকি পর্বগুলো আয়োজিত হবে চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশে। ডিউক ইউনিভার্সিটির অধ্যাপক এড টিরিয়াকিয়ান বলেন, টেইলর সুইফটের ১৫১টি কনসার্টের মোট অর্থনৈতিক মূল্য ৭ হাজার ৫০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে।

যুক্তরাষ্ট্রের ট্র্যাভেল অ্যাসোসিয়েশন বলেছে, সুইফটিসরা (টেইলর সুইফটের ভক্তরা এ নামেই পরিচিত) এই গায়িকার কনসার্টে অংশ নিতে ভ্রমণ, হোটেলে থাকা, খাবার ও পোশাকের জন্য গড়ে ১ হাজার ৩০০ ডলার করে ব্যয় করেন, যা স্থানীয় অর্থনীতিতে বড় অবদান রাখে।

আরও মজার তথ্য দেওয়া যাক। টেইলর সুইফট যখন কানসাস সিটি চিফসের ফুটবল তারকা ট্র্যাভিস কেলসির সঙ্গে প্রেম শুরু করেন, তখন এই দলের ম্যাচগুলোতে দর্শকসংখ্যা হঠাৎ ব্যাপক বৃদ্ধি পায়। হার্ভার্ড থেকে শুরু করে ইউনিভার্সিটি অব টেক্সাস পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এখন টেইলর সুইফটের ওপর পাঠদানের সুযোগ দিচ্ছে। ইউনিভার্সিটি অব ডেলাওয়্যারে টেইলর সুইফটের কর্মজীবনের ওপর ভিত্তি করে অর্থনীতি–বিষয়ক একটি কোর্সও রয়েছে।

Related articles

Recent articles

spot_img