20.7 C
New York

জেনে নিন ঢাকার কাছেই নৌবিহারের যত খবর

Published:

পদ্মা নদীর দর্শন, চরচরান্তে ভ্রমণের সঙ্গে পদ্মার ইলিশ ও আঞ্চলিক সব ধরনের জিবে জল আনা খাবারের ব্যবস্থা রয়েছে এখানে। প্যাকেজের মূল্য জনপ্রতি ২ হাজার ৯৯৯ টাকা। ১২ জানুয়ারি পদ্মার পলিদ্বীপে হতে যাচ্ছে তাদের হিম উৎসব। ঢাকা থেকে মাইক্রোবাস অথবা মিনি ট্যুরিস্ট বাসে মৈনট ঘাট থেকে শুরু হয়ে চর আমিরাবাদ-মাওয়া ঘাট-পদ্মা সেতু-বাবুর চর-মৈনট ঘাট। সারা দিনের সফরের পরিকল্পনার রুটটি এ রকম হবে। খাবারে থাকছে ব্রেকফাস্ট-স্ন্যাকস-লাঞ্চ আর বিকেলে ক্যাম্পফায়ার ও বারবিকিউ। যেসব অতিথি রাতে থাকবেন, তাঁদের জন্য রাতের খাবার, সকালের নাশতা এবং পরের দিনের লাঞ্চ করে ফেরার সুযোগ থাকছে। পুরো সময় বাড়ইয়ের রান্নাঘরে প্রস্তুত হতে থাকবে দারুণ সব ট্র্যাডিশনাল খাবার, বিশেষ করে পদ্মার ইলিশ ও মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী খাবারগুলো থাকে তাদের মেনুতে। নৌবিহারের পাশাপাশি উপভোগ করতে পারবেন চরে ক্যাম্পফায়ার, বিচ ফুটবল ও ভলিবল। ইনডোর গেমস আর নদীতে ছিপ ফেলে মাছ ধরার সুযোগও থাকছে। নৌকায় আছে সব রকমের নিরাপত্তাব্যবস্থা। থাকছে প্রায় ৩০টি লাইফ জ্যাকেট, ১০টি বয়া, অগ্নিনির্বাপণের যন্ত্রপাতি আর ফার্স্টএইড বক্স। এ ছাড়া এই বোটে আছে ৮টি সুসজ্জিত ডিলাক্স রিভারভিউ রুম, সুবিশাল লাউঞ্জ ও টপার বেড। হোটেল পিলো আর কমফোর্টার দেওয়া হয়। প্রতিটি রুমের সঙ্গেই অ্যাটাচড টয়লেট। এ ছাড়া দুটি সিঙ্গেল বেড রয়েছে অতিথিদের জন্য। প্রতিটি রুমে লাগেজ স্পেস ডোর লক সিস্টেম, আরামদায়ক রিমোট অপারেটেড বক্স বা সিলিং ফ্যান, আধুনিক বাথরুম, প্রেশারাইজড পানির সংযোগ ও পরিষ্কার তোয়ালে আছে। জেনারেটর ও আইপিএস সুবিধা মিলবে এই বোটে। আনলিমিটেড চা আর বিশুদ্ধ পানি পাবেন। বুফে খাবার তো আছেই। এ ছাড়া দোলনা, ডেক টি-পি হাট, সুসজ্জিত বিশাল গ্রাস টার্ফ ছাদ, জুসবার ও ওপেন কিচেন আছে এখানে। যোগাযোগের জন্য কল করতে পারেন ০১৬৭৫৫৪৩২৬২ নম্বরে।

Related articles

Recent articles

spot_img