18.5 C
New York

জাহাজের ধাক্কায় কালুরঘাট সেতুর গার্ডার ক্ষতিগ্রস্ত

Published:

কর্ণফুলী নদীতে ভেসে যাওয়া লাইটারেজ জাহাজের ধাক্কায় কালুরঘাট রেলসেতুর গার্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ কারণে সেতুটি দিয়ে ট্রেন চলাচলে কোনো সমস্যা হবে না। ঘটনাস্থল পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে এ তথ্য জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জিসান দত্ত।

তিনি বলেন, ‘জাহাজের ধাক্কায় কালুরঘাট সেতুর একটি গার্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে। আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেন চলাচলে কোনো সমস্যা হবে না।’

এর আগে মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে এমভি সমুদা-১ নামে জাহাজটি কালুরঘাট সেতুর মাঝ বরাবর ধাক্কা দিয়ে সেখানে আটকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তারা এবং নৌ পুলিশের সদস্যরা।

প্রকৌশলী জিসান দত্ত বলেন, ‘সম্ভবত জোয়ার এবং প্রবল বাতাসের কারণে জাহাজটি দিক হারিয়ে সেতুতে এসে ধাক্কা দিয়েছে। বিষয়টি আমরা রেলওয়ে পুলিশকে জানিয়েছি। তারা আইনগত পদক্ষেপ নেবে।’

এদিকে জাগো নিউজের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, নদীর পশ্চিম দিক থেকে বিশাল জাহাজটি আড়াআড়িভাবে ভেসে গিয়ে কালুরঘাট সেতুর মাঝ বরাবর ধাক্কা দেয়। এসময় জাহাজটি চালুছিল। ধারণ করা হচ্ছে, জোয়ারের সময় প্রবল স্রোতে জাহাজটি নিয়ন্ত্রণে রাখতে ব্যার্থ হন জাহাজ পরিচালনাকারীরা।

নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত জাহাজটি কালুরঘাট সেতু থেকে প্রায় এক-দেড় কিলোমিটার পশ্চিমে হামিদচর এলাকায় একে খান ডকইয়ার্ডে মেরামতের জন্য তোলার কথা ছিল। জোয়ার শুরুর পর জাহাজটি ডকইয়ার্ডে তোলার জন্য ঘোরানোর সময় বাতাসের তোড়ে ভেসে গিয়ে রেলসেতুকে ধাক্কা দেয়।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে অদক্ষতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। রেলওয়ের প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষয়ক্ষতির বিষয়টি উনারা নির্ধারণ করবেন। এরপর উনারা যদি মামলা করেন, আমরা অবশ্যই মামলা নেবো। অন্যথায় আমরা বাদী হয়ে মামলা করবো। আমাদের পক্ষ থেকে বন্দর কর্তৃপক্ষকে একটি প্রতিবেদন দেওয়া হবে।’

শতবর্ষী কালুরঘাট সেতু দিয়ে বর্তমানে কক্সবাজার-চট্টগ্রাম রুটের ট্রেন চলাচল করে। এর পাশাপাশি চট্টগ্রাম নগরীর সঙ্গে বোয়ালখালী ও পটিয়া উপজেলার একাংশের যোগাযোগের প্রধান মাধ্যম এই সেতু। জরাজীর্ণ সেতুটিতে এখন সংস্কার কাজ চলছে। এ জন্য গত বছরের ১ আগস্ট থেকে সেতুর ওপর দিয়ে ট্রেন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ আছে। জুনে মেরামত কাজ শেষে সেতু খুলে দেওয়ার কথা রয়েছে।

এএজেড/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img