18.3 C
New York

জনবল নিয়োগে শিশু সুরক্ষার কোটি টাকা ভাতা কেটে নেওয়া হলো  

Published:

সরকারি অর্থায়ন (জিওবি) ও জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের অনুদানে পরিচালিত হচ্ছে প্রকল্পটি। দ্বিতীয় পর্যায়ের এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২২০ কোটি ৮৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ২৩ কোটি ৫৮ লাখ টাকা। বাকি টাকা ওই সংস্থার প্রকল্প অনুদান।

সিএসপিবি প্রকল্পের প্রথম পর্যায় চলে ২০১২ থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ে এটির মেয়াদ ২০১৭ সালের জুলাই থেকে চলতি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুসারে, এ প্রকল্পের মাধ্যমে দেশের ২৬ জেলার ৫২ উপজেলা ও ১১টি সিটি করপোরেশন এলাকার জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। যার লক্ষ্য, এ বছরের মধ্যে ১০ লাখ শিশু ও কমিউনিটির লোকজনের জন্য শিশুবান্ধব সামাজিক সুরক্ষা কার্যক্রমের উন্নয়ন ও ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি করা।

প্রকল্পের আওতায় গত বছরের জুন মাসে পুরান ঢাকার সোয়ারীঘাটে নির্মিত একটি অস্থায়ী কেন্দ্রে গিয়ে সুবিধাবঞ্চিত দেড় ডজন শিশুর সঙ্গে এই প্রতিবেদকের দেখা হয়েছিল। এদের কেউ লঞ্চে খাবার বিক্রি করে, কারও মা–বাবা শ্রমজীবী। মা–বাবার অনুপস্থিতির সময় কেন্দ্রে অবস্থান করে তারা। দুপুরের খাবার পায়। চলে পড়াশোনা, খেলাধুলাও।

মো. সাফায়েত ইসলাম নামের এক কিশোর সে সময় জানিয়েছিল, বাবার মৃত্যুর পর মা কাঠের দোকানে কাজে দিয়েছিলেন বলে বাড়ি থেকে পালিয়েছিল সে। এখন লঞ্চে ফেরি করে বেড়ায়। আরও তিন শ্রমজীবী কিশোরের সঙ্গে সে তাঁবু দিয়ে তৈরি কেন্দ্রে থাকে।

Related articles

Recent articles

spot_img