16 C
New York

চেয়ারম্যান পদে প্রার্থিতা ফিরে পেলেন মনিরুল

Published:

ঋণ পরিশোধের পরও খেলাপির অভিযোগে ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. মনিরুল হাসান মিঠুর বাতিল হওয়া মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই আদেশের ফলে নির্বাচনে অংশগ্রহণ করতে তার কোন বাঁধা নেই বলে জাগো নিউজকে নিশ্চিত করেন রিটকারীর আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু।

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে মঙ্গলবার (২৩ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। তার সাথে ছিলেন ফাইলিং ল‘ইয়ার অ্যাডভোকেট সেলিনা আক্তার চৌধুরী।

আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, গত ১৭ এপ্রিল ফরিদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ প্রার্থী মো. মনিরুল হাসানের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

সেই সময় রিটার্নিং কর্মকর্তা বলেন, মনোনয়নপত্র দাখিলকারী মনিরুল হাসান ঋণ খেলাপি হওয়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনীত হওয়ার যোগ্য নয়। পরে তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন আপিলেট কর্তৃপক্ষও। যদিও এর আগেই তিনি ঋণ পরিশোধ করেছেন। ঋণ পরিশোধের পরও ন্যাশনাল ব্যাংকের সাথে ইউসিবি ব্যাংকের একিভুত হওয়ার কারণ ওয়েব সাইটে টেকনিক্যাল সমস্যা হয়েছিল। তাই ঋণ পরিশোধ করার পরও তাকে খেলাপি দেখায় বলে জানান আইনজীবী।

বিষয়টি যথাযথ কতৃপক্ষকে বুঝাতে চাইলেও তারা এটি মেনে নেয়নি। যার কারণে হাইকোর্টের দারস্থ হন প্রার্থী।

পরে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন মনিরুল হাসান। ওই রিটের বিষয়ে শুনানি নিয়ে আজ মনিরুল হাসানের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন হাইকোর্ট।

এফএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img