14.6 C
New York

গ্রাফিন থেকে তৈরি হলো প্রথম কার্যকর সেমিকন্ডাক্টর

Published:

সেমিকন্ডাক্টর বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ের চালিকা শক্তি হিসেবে বিবেচিত হয়। সেমিকন্ডাক্টর নির্দিষ্ট পরিস্থিতিতে বিদ্যুৎপ্রবাহ চালনা করে, যা ইলেকট্রনিক যন্ত্রের অন্যতম মৌলিক উপাদান। গ্রাফিনের সেমিকন্ডাক্টর নতুন ইলেকট্রনিকস পণ্য তৈরির নতুন দরজা খুলে দিয়েছে বলে বিজ্ঞানীরা জানাচ্ছেন।

বর্তমান সেমিকন্ডাক্টর শিল্প সিলিকননির্ভর। সিলিকন থেকে প্রায় সব আধুনিক ইলেকট্রনিকস পণ্য বা উপকরণ তৈরি করা হচ্ছে। ক্রমবর্ধমান দ্রুতগতির কম্পিউটিং আর ছোট ইলেকট্রনিক যন্ত্র তৈরির ক্ষেত্রে সিলিকন অনেক প্রতিবন্ধকতার মুখে পড়ছে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির (জর্জিয়া টেক) গবেষকেরা গ্রাফিন থেকে বিশ্বের প্রথম কার্যকর সেমিকন্ডাক্টর তৈরি করেছেন। গ্রাফিনে কার্বন পরমাণু একক শিট আকারে শক্তিশালী বন্ধন দ্বারা আবদ্ধ থাকে।

জর্জিয়া টেকের পদার্থবিজ্ঞানের অধ্যাপক বিজ্ঞানী ওয়াল্টার ডি হিয়ার যুক্তরাষ্ট্র ও চীনের বিজ্ঞানীদের সঙ্গে নিয়ে নতুন ধরনের সেমিকন্ডাক্টর তৈরি করেছেন। গ্রাফিন থেকে তৈরি সেমিকন্ডাক্টর প্রচলিত মাইক্রোইলেকট্রনিকস পণ্য তৈরির পদ্ধতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সিলিকনের কার্যকর বিকল্প বলা যায় গ্রাফিন।

নেচার সাময়িকীতে নতুন ধরনের সেমিকন্ডাক্টর নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে। গ্রাফিন নিয়ে গবেষণায় অনেক বছরের একটি বাধাকে অতিক্রম করেছেন বিজ্ঞানীরা। অনেকের ধারণা ছিল, গ্রাফিন ইলেকট্রনিকস শিল্পে কখনোই ব্যবহার করা যাবে না। ব্যান্ড গ্যাপ নামের বৈদ্যুতিক বৈশিষ্ট্যের কারণে সেমিকন্ডাক্টর গুরুত্বপূর্ণ। গ্রাফিনের এখন পর্যন্ত কোনো ব্যান্ড গ্যাপ ছিল না।

Related articles

Recent articles

spot_img