19.3 C
New York

গুচ্ছের ‘সি’ ইউনিটের পরীক্ষার জন্য প্রস্তুত জবি

Published:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দুইটি উপকেন্দ্রসহ মোট তিনটি কেন্দ্রে ‘সি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা অনুষ্ঠিত হবে। শেষ পরীক্ষায়ও অভিভাবক-পরীক্ষার্থীদের ভোগান্তি লাঘবে থাকবে বিশেষ কিছু উদ্যোগ।

গুচ্ছের ‘সি’ ইউনিটের পরীক্ষায় জবির উপকেন্দ্রগুলো হলো উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ এবং ঢাকা গভ. মুসলিম হাইস্কুল। জবি ক্যাম্পাসে ১২ হাজার ৫১৩জন, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে ৩ হাজার ৪৮০ জন এবং ঢাকা গভ. মুসলিম হাইস্কুলে ১ হাজার ২৪৫ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস সাজানো হয়েছে।

অভিভাবক-পরীক্ষার্থীদের সুবিধার্থে এদিনও সকাল থেকে তাঁতিবাজার মোড় থেকে সদরঘাটগামী লোকাল বাসগুলোকে গুলিস্তানের দিকে ঘুরিয়ে দিবেন ট্রাফিক পুলিশ সদস্যরা। বাহাদুর শাহ পার্কে অভিভাবকদের জন্য থাকবে চেয়ার, সুপেয় পানি ও চিকিৎসা সেবাকেন্দ্র। জবি ক্যাম্পাসে পরীক্ষার্থীদের জন্য থাকবে সুপেয় পানির ট্যাংক।

প্লাস্টিকের গ্লাস বাদ দিয়ে প্রায় দশ হাজার ওয়ান টাইম (পরিবেশ বান্ধব) গ্লাস রাখার ব্যবস্থা করা হয়েছে জবি ক্যাম্পাস ও বাহাদুর শাহ পার্কজুড়ে। জবিতে থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এদিনও নিরাপত্তা-শৃঙ্খলা রক্ষায় ক্যাম্পাসে পুলিশ, প্রক্টরিয়াল বডি ও বিএনসিসি, রোভার স্কাউট ও রেঞ্জার ইউনিটের ৭৫ জন সদস্য দায়িত্ব পালন করবেন।

জবির বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ ভূইয়া বলেন, আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন। তিনটি কেন্দ্রে ভালোভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আশা করছি।

জবি প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ভর্তি পরীক্ষা উপলক্ষে যানজট নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্বের অনুরূপ সবকিছু করবেন। বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরএএস/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img