16.9 C
New York

গণনাযন্ত্রের ময়নাতদন্ত (পর্ব ৩) | প্রথম আলো

Published:

আমাদের প্রথম কাজ ০ পরবর্তী ৯টি ক্রমিক গুণিতক লিখে ফেলা। যেহেতু ০ দিয়ে গুণ করলে ০ হয়, সেটাকে বাদ দিয়ে পরবর্তী ৯টি নিয়ে কাজ করব আমরা। এবার যেই সংখ্যাকে ভাগ করতে হবে, তাকে দুটি অংশে বিভক্ত করব; অর্থাৎ ৪৬৭৮৫৩৯৯ কে (৪৬৭৮৫৩০০ + ৯৯) আকারে লিখব। এভাবে লেখার কারণ আমরা মূল সংখ্যার অঙ্কগুলো থেকে ৪৬৭৮৫৩ এবং ৯৯ এভাবে দুই ভাগ নিয়েছি।

প্রশ্ন আসতে পারে, ৪৬৭৮৪ কিংবা ৪৫৭৮৫৩৯ নিলাম না কেন? আমরা মূলত ৯৬৪৩১ থেকে বড় সংখ্যা নেব, এখানে ৪৬৭৮৫৩ > ৯৬৪৩১ > ৪৬৭৮৪। একটা মজার বিষয়, ৪৬৭৮৫৩ সংখ্যাটি ৯৬৪৩১ থেকে বড় হলেও এর দশম গুণিতক ৯৬৪৩১০ থেকে অবশ্যই ছোট হবে। প্রতিবারই এমন হবে। তবে কেন এমন হচ্ছে, সেটা তোমরা নিজেরা বের কোরো।

এবারে আমাদের কাজ ৪৬৭৮৫৩-এর নিকটবর্তী ৯৬৪৩১-এর গুণিতক বের করা, যা প্রথম ৯টি ক্রমিক গুণিতকের একটা হবেই এবং চিত্রের আলোকে সেটা হলো ৩৮৫৭২৪! এটার উদ্দেশ্য হলো, দুটি সংখ্যা বিয়োগ করা হবে বিয়োগফল < ৯৬৪৩১ হয়।

এভাবে পরের ধাপে ভাগশেষ ৮২১২৯ < ৯৬৪৩১ হওয়ায় আমরা একদম ওপরের লাইন থেকে আরেকটি ৯ নিয়ে আসব। এটা খুবই আনপ্রফেশনাল লাগতে পারে, তবে ছোটবেলায় এভাবেই আমাদের শেখানো হতো! মূলত আমরা প্রথমে ৪৬৭৮৫৩৯৯ থেকে ৪৬৭৮৫৩০০ কে ৯৬৪৩১ দিয়ে ভাগ করেছি।
এটাকে একটু বিস্তারিত লিখলে দাঁড়ায়,
=  =  +
প্রথম অংশ নিয়ে যদি কাজ করি,
= ×  = ×  = ×  = ৪০০ +
এখানে খেয়াল করো। আমরা প্রথম অংশ থেকে ৪০০ এবং ভাগশেষ আকারে পাই। আবার আগের অংশে আমাদের কাছে ছিল।

Related articles

Recent articles

spot_img