14.2 C
New York

খেপ খেলে খেলেই এত দূর রুয়েল

Published:

প্রিমিয়ার লিগের এই পারফরম্যান্সের পর দুঃসময় পেছনে ফেলে আসা রুয়েল নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন। প্রথম আলোকে মুঠোফোনে তিনি সে স্বপ্নের কথাই শোনালেন, ‘গত দুইটা বছর খুব চ্যালেঞ্জিং ছিল। সামনের দিকে এগিয়ে যাওয়া খুব কষ্টকর ছিল। খুব বেশি সমর্থন পাইনি। জাতীয় পর্যায়ে যে সব ক্যাম্প থাকে, সেগুলোতে ছিলাম না। জানি না কী কারণে বিপিএলেও দল পাইনি দুই বছর। সব মিলিয়ে নিজের মধ্যে একটা জেদ কাজ করছিল। প্রিমিয়ার লিগ দিয়ে ফিরব, এমন লক্ষ্য নির্ধারণ করেছিলাম। সেরা পাঁচ বোলারের মধ্যে যেন থাকি, মনে মনে এমন লক্ষ্য ছিল।’

বিপিএল বা বিসিবির কোনো প্রোগ্রামে না থাকলেও খেলার মধ্যেই ছিলেন রুয়েল। ক্রিকেট মৌসুমের বাইরের সময়টা দেশের বিভিন্ন জায়গায় প্রচুর ‘খেপ’ খেলেছেন, জাতীয় পর্যায়ের পেসারদের জন্য যেটা বিরলই বলতে হয়। তবে রুয়েল নাকি এতে উপকৃতই হয়েছেন, ‘দেখুন, খেপ খেলতে যে জায়গায়ই যাই না কেন, সবখানেই কিছু না কিছু শেখার থাকে। ওইখানেও কিন্তু চাপ থাকে পারফর্ম করার। স্লগ ওভারে বোলিং করা, শুরুতে বোলিং করা…এসবের চর্চার মধ্যে ছিলাম। ওইটাও একটা পরীক্ষা ছিল। আমি একই ধরনের পরিস্থিতির মুখে পড়েছি এবারের প্রিমিয়ার লিগেও। ওই অভিজ্ঞতা আমাকে নানাভাবে সাহায্য করেছে।’

অনুশীলনের সুযোগ-সুবিধার অভাবেও ভুগেছেন রুয়েল। জাতীয় দল অথবা বিসিবির প্রোগ্রামে না থাকলে অন্য ক্রিকেটারদের যে ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়ে, রুয়েলও গেছেন সেভাবেই, ‘আমার বাসা শ্রীমঙ্গলে। সেখানে কোনো অনুশীলনের ব্যবস্থা নেই। বাইক চালিয়ে আমাকে মৌলভীবাজার যেতে হতো অনুশীলনের জন্য। আসা-যাওয়ায় প্রতিদিন দেড়-দুই ঘণ্টা লেগে যেত। সপ্তাহের পাঁচ-ছয় দিন এভাবে অনুশীলন করতাম। আমাদের জেলা কোচ রাসেল ভাই অনেক সাহায্য করেছেন।’

Related articles

Recent articles

spot_img