18.5 C
New York

খুলনায় ডা. তারিমের ডায়গনস্টিক সেন্টারকে জরিমানা

Published:

প্রশ্নপত্র ফাঁস চক্রের হোতা ডাক্তার ইউনুস খান তারিমের মালিকানাধীন খুলনার ফাতিমা হসপিটাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করে সেবা প্রদান করা হচ্ছিল। সোমবার (২৯ এপ্রিল) ভোক্তা অধিকার দপ্তরের অভিযানে বিষয়টি ধরা পড়ায় এক লাখ টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে।

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম জরিমানা করার বিষয়টি নিশ্চিত করে বলেন, ডায়গনস্টিক সেন্টার ছাড়াও বগুড়া সুইটসকেও ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

উপপরিচালক মোহাম্মদ সেলিম জানান, নগরীর রয়্যাল মোড়ে অবস্থিত ফাতিমা হসপিটাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করে দীর্ঘদিন ধরে রোগীদের সেবা প্রদান করে আসছিল, এমন অভিযোগের প্রেক্ষিতে সোমবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

খুলনায় ডা. তারিমের ডায়গনস্টিক সেন্টারকে জরিমানা

এছাড়া একই এলাকার বগুড়া সুইটসকে উৎপাদিত দইয়ে মেয়াদোত্তীর্ণের তারিখ ও মূল্য উল্লেখ না করার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয় বলেও জানান এই কর্মকর্তা।

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব, ক্যাব খুলনার সদস্য জেড. এন. সুমন ও আনসার সদস্যবৃন্দ।

আলমগীর হান্নান/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related articles

Recent articles

spot_img