Home Sport News খালেদা জিয়ার এন্ডোসকপি করানো হয়েছে

খালেদা জিয়ার এন্ডোসকপি করানো হয়েছে

71
0
খালেদা জিয়ার এন্ডোসকপি করানো হয়েছে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এন্ডোস্কোপি করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) রাতে বিএনপির দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, এন্ডোসকপি করার জন্য সন্ধ্যা ৭টার দিকে খালেদা জিয়াকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। এসময় তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান শাহাবুদ্দিন তালুকদার, অন্য সদস্যের মধ্যে এ জেড জাহিদ হোসেন, শামসুল আরেফিন, একিউএম মহাসেন এবং আব্দুল্লাহ আল মামুন।

আরও পড়ুন

এসময় খালেদা জিয়ার স্বাস্থ্য এবং চিকিৎসার খোঁজ নিতে তার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ হাসপাতালে উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি জানতে চাইলে রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, ম্যাডামের কোনো কোনো প্যারামিটার ডেভেলপ করছে, কোনো কোনো প্যারামিটার ডাউন হচ্ছে। সব মিলিয়ে তিনি এ অবস্থায় রয়েছেন।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে খালেদা জিয়ার খাদ্যনালি ও পাকস্থলিতে কোনো সমস্যা আছে কি না, তা নিশ্চিত হতেই এন্ডোসকপি করা হয়। এন্ডোসকপি শেষে রাতেই তাকে কেবিনে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

শারীরিক অবস্থার অবনতি হলে গত ৮ জুলাই রাত সোয়া ৪টার দিকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে তিনি সেখানেই মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে সিসিইউ-সম্বলিত সুবিধায় কেবিনে চিকিৎসাধীন আছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই কয়েক দফা জ্বরে ভুগেন তিনি।

এরমধ্যে গত শুক্রবার (১২ জুলাই) রাত থেকে খালেদা জিয়ার লিভারের সমস্যা বাড়ে, যেটিকে ‘আশঙ্কাজনক’ বলছেন চিকিৎসকরা।

কেএইচ/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here