এবারের কোপা আমেরিকা নিয়ে শুরু থেকেই প্রচুর সমালোচনা হচ্ছিল। সেটি সবকিছুকে ছাপিয়ে যায় উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচের শেষে উরুগুয়ের ফুটবলার ও কলম্বিয়ার সমর্থকদের মারামারির মাধ্যমে। মাঠে অনুপস্থিত সিকিউরিটি গার্ড, পরবর্তীতে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া-এসব কিছুই দেখা যায়নি কনমেবলের পক্ষ থেকে।
এমন টুর্নামেন্টে পেশাদারিত্বের কিছুই নেই বলে মন্তব্য করেছেন কানাডার কোচ হেসে মারশ। এমনকি কানাডার ফুটবলারদের দ্বিতীয় শ্রেণির মানুষ হিসেবে গণ্য করা হয়েছে বলেও অভিমত ব্যক্ত করেন।
উরুগুয়ের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে মারশ বলেন, ‘আমি বিয়েলসার (উরুগুয়ে কোচ) সংবাদ সম্মেলনের কিছু অংশ দেখেছি। আমি কিছু অংশের সাথে একমত আবার কিছুর সঙ্গে দ্বিমত। এই টুর্নামেন্টে কোনো পেশাদারিত্ব নেই। অনেক সমস্যা রয়েছে এখানে।’
উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচের মারামারি নিয়ে মারশ বলেন, ‘আমি দেখেছি ম্যাচের পর কী হচ্ছে। আমি নিশ্চিত আপনারা কেউ চাইবেন না যে, আপনাদের পরিবার এমন পরিস্থিতিতে পড়ুক।’
এরপরেই আরেক বোমা ফাটান মারশ। কানাডার কোচ দাবি করেন, ‘আমাদের দিকে বর্ণবাদী মন্তব্য ছুড়ে দেয়া হয়েছে পুরো টুর্নামেন্ট জুড়ে। আমাদেরকে দ্বিতীয় শ্রেণির মানুষ হিসেবে গণ্য করা হয়েছে। আমরা সবাই এখানে নিজ দেশকে প্রতিনিধিত্ব করতে এখানে এসেছি। এমনকি প্রতিপক্ষের কোচরা আমাদেরকে নিয়ে বাজে কথা বলেছে।’
এমএমআর/