Home Defence কোটা সংস্কার আন্দোলন: আরও বিভিন্ন জেলায় বিক্ষোভ, সড়ক অবরোধ শিক্ষার্থীদের

কোটা সংস্কার আন্দোলন: আরও বিভিন্ন জেলায় বিক্ষোভ, সড়ক অবরোধ শিক্ষার্থীদের

83
0
কোটা সংস্কার আন্দোলন: আরও বিভিন্ন জেলায় বিক্ষোভ, সড়ক অবরোধ শিক্ষার্থীদের

কুষ্টিয়ায় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থীরা আজ বেলা তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত বিক্ষোভ করেছেন। শহরের মুজিব চত্বরসহ মজমপুর এলাকায় এ আন্দোলন ছড়িয়ে পড়ে। তাঁরা কুষ্টিয়া-ঝিনাইদহ ও কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের সংযোগস্থল শহরের মজমপুর ট্রাফিক মোড়ে বসে পড়ে ৫০ মিনিট অবরোধ করে রাখেন। এতে উভয় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এর আগে বেলা তিনটার দিকে শহরের বিভিন্ন স্কুল–কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের এনএস রোডে পাঁচ রাস্তার মোড়ে মুজিব চত্বরে জড়ো হতে থাকেন। এ সময় শির্ক্ষাথীদের হাতে জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও কাগজের প্ল্যাকার্ড ছিল। তাঁরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার বিচারের দাবি জানান।

এনএস রোডে মুজিব চত্বরে বিক্ষোভের সময় শহরে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সেখানে আধা ঘণ্টা থাকার পর মিছিল নিয়ে বিক্ষোভকারীরা মজমপুর হয়ে জিলা স্কুলের সামনে যান। তাঁরা কুষ্টিয়া–ঝিনাইদহ সড়কের মজমপুর এলাকা প্রদক্ষিণ শেষে মজমপুরে ট্রাফিক মোড়ে এসে থামেন। সেখানে মহাসড়কের ওপর সবাই বসে পড়েন। বেলা ৩টা ৪০ মিনিট থেকে সাড়ে ৪টা পর্যন্ত তাঁদের স্লোগানে স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরা ও টাঙ্গাইল এবং প্রতিনিধি, পঞ্চগড়, চাঁদপুর, গোপালগঞ্জ, পাবনা, নরসিংদী ও বাউফল, পটুয়াখালী]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here